পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের মধ্যে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে ইরান ও রাশিয়া। বাণিজ্য এবং আর্থিক লেনদেন বৃদ্ধি করতে ইরান ও রাশিয়া একে অপরের সাথে তাদের আন্ত:ব্যাংক যোগাযোগ ব্যবস্থা শুরু করেছে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে।
সোমবার ইরানের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর মহসেন করিমি বলেন, ইরানের ব্যাংকগুলো এবং রাশিয়ার ব্যাংকগুলোর সাথে সুইফট বিনিয়োগ ব্যবস্থা ব্যবহারের আর প্রয়োজন পড়বে না। প্রায় ৭০০টি রুশ ব্যাংক এবং অন্যান্য ১৩টি দেশের ১০৬টি ব্যাংক এই ব্যবস্থায় যুক্ত হবে।
তবে বিদেশি এই ব্যাংকগুলোর নাম এখনও বলেননি ইরানের গভর্নর।

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে সরে যাওয়ার পরে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র দেশটির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের পর তেহরান বেলজিয়াম-ভিত্তিক সুইফট ফাইন্যান্সিয়াল মেসেজিং সার্ভিস থেকে সরে এসেছে।
গত বছর রাশিয়া ইউক্রেইনে আগ্রাসন শুরু করার পর কয়েকটি রুশ ব্যাংকের উপরও একইরকম নিষেধাজ্ঞা আরোপ হয়। এই যুদ্ধ শুরুর পর থেকেই তেহরান এবং মস্কো ঘনিষ্ঠ দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় রোববার ইরান ও রুশ কর্মকর্তাদের মধ্যে একটি সহযোগিতামূলক স্মারকলিপি স্বাক্ষরের মধ্য দিয়ে রাশিয়া ও অন্যান্য ১৩টি দেশের সঙ্গে ইরানের ব্যাংকিং বিনিময় সহযোগিতার সূচনা হয়েছে।