এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় দল জার্সিতে ব্যাট হাতে সাম্প্রতিক সময় ভালো কাটছিল না রোহিত শর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৬ রানের ইনিংস খেলে শিরোপা জেতার পথে এগিয়ে দিয়েছিলেন ভারত অধিনায়ক। আইপিএলে এসে আবারও ছন্দ হারিয়েছেন ডানহাতি ওপেনার। এমন পারফরম্যান্সের পর কেবল নামটা রোহিত শর্মা বলেই দলে জায়গা পাচ্ছেন, এমন বলছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।
চলতি আইপিএলে ব্যাট হাতে বাজে সময় পার করছেন রোহিত। চিদাম্বরমে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রানের খাতা খুলতে পারেননি। গুজরাট টাইটানসের বিপক্ষে পরের ম্যাচে সাজঘরে ফেরেন ৮ রানে। দুই ম্যাচেই হেরেছে মুম্বাই।
সোমবার কলকাতার বিপক্ষে মুম্বাই ওপেনার এক ছক্কায় করেন ১২ বলে ১৩ রান। ফিরেছেন আন্দ্রে রাসেলের বলে হর্ষিত রানার ক্যাচ হয়ে। ম্যাচে অবশ্য ৮ উইকেটে জিতেছে মুম্বাই। তিন ম্যাচে রোহিতের এমন পারফম্যান্সে অবাক হয়েছেন ভন।
বলেছেন, ‘মুম্বাইয়ে রোহিত শর্মার বিষয়টা আমার মাথায় ঢোকে না। সবসময় ভাবি, ও(রোহিত) যদি ভারতের অধিনায়ক হিসেবে এতই ভালো হয়, তবে মুম্বাইয়ের অধিনায়ক নয় কেন? এই বিষয়টা বুঝতেই পারছি না। ও ভারতের জন্য দুর্দান্ত এক অধিনায়ক, দারুণ করছে।’
‘ওর রানগুলোর দিকে তাকান। মনে রাখা উচিত, আমরা রোহিতকে এখন শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করছি। ও কিন্তু আর মুম্বাইয়ের অধিনায়ক নয়। তাই গড়পড়তা রান নিয়ে দলে টিকে থাকা যাবে না। কিন্তু ওর রানগুলো (০, ৮, ১৩) সত্যিই গড়পড়তা।’
এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য রোহিতকে কাঠগড়ায় তুলছেন ভন, ‘তোমার নামটা যদি রোহিত শর্মা না হতো, তাহলে সম্ভবত এমন গড়পড়তা রান করে কোনো একটা পর্যায়ে দলে জায়গা হারাতে। রোহিত শর্মার মতো খেলোয়াড়ের কাছে এমন পারফরম্যান্স মোটেও কাম্য নয়।’
‘ও যদি অধিনায়ক হতো, তখন রানটা তেমন তেমন বিষয় হয়ে দাঁড়াত না। কারণ তখন নেতা হিসেবে দলের পারফরম্যান্সে নিজের জ্ঞান, কৌশল কিংবা চিন্তাভাবনা যোগ করছে, যেটা ওকে ভারতের জাতীয় দলে করতে দেখি এবং অতীতে মুম্বাইয়ের হয়েও করেছে। কিন্তু যেহেতু আর অধিনায়ক নও, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে খেলছ, তোমাকে সে বিবেচনাতেই বিচার করা হবে। ওকে অবশ্যই রান করতে হবে।’








