আচরণবিধি লঙ্ঘনের জন্য মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যান টিম ডেভিড এবং ব্যাটিং কোচ কাইরন পোলার্ডকে জরিমানা করা হয়েছে। পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ চলাকালীন লেভেল এক পর্যায়ের অপরাধের দায়ে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়।
মুল্লানপুরে গত বৃহস্পতিবার ম্যাচের ডেভিড ও পোলার্ডের আচরণবিধির ২.২০ অনুচ্ছেদ অনুযায়ী খেলার চেতনার পরিপন্থি ছিল। আইপিএলের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির উল্লেখ থাকলেও কোন অপরাধে তাদের জরিমানা করা হয়েছে, তার কোনো উল্লেখ নেই। ডেভিড এবং পোলার্ড উভয়েই অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারি সঞ্জয় ভার্মার দেয়া শাস্তি মেনে নিয়েছেন।
২.২০ অনুচ্ছেদে বলা হয়েছে, অপরাধ কতটা গুরুতর তা মূল্যায়নের সময়, নির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপট এবং এটি ইচ্ছাকৃত, বেপরোয়া, অবহেলা, এড়ানো যায় কিংবা দুর্ঘটনাজনিত ছিল কিনা, তা বিবেচনা করা হবে। অধিকন্তু, প্রতিবেদন দাখিলকারী ব্যক্তি নির্ধারণ করবেন কোথায় কোন মাত্রায় বিস্তৃত আচার-আচরণ বিদ্যমান, যার পরিসর একটি গৌণ প্রকৃতির আচরণ (তাই একটি লেভেল ১ পর্যায়ের অপরাধ) থেকে শুরু করে একটি অত্যন্ত গুরুতর প্রকৃতির (তাই এটি লেভেল ৪ পর্যায়ের অপরাধ)।
ম্যাচটিতে পাঞ্জাবের বিপক্ষে মুম্বাই ৯ রানে জিতেছিল। সাতটি খেলায় ৩টি জয় এবং ৪টি পরাজয় নিয়ে বর্তমানে দলটি পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে। সোমবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাদের পরের ম্যাচ।







