চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চেন্নাই নামতেই বৃষ্টির হানা

KSRM

বৃষ্টির কারণে রোববার মাঠে গড়াতে পারেনি আইপিএলের ফাইনাল। সোমবার ‘রিজার্ভ ডে’তে জমকালো আয়োজনেই শুরু হয় খেলা। আগে ব্যাটে নেমে দুই শতাধিক রান করে গুজরাট টাইটান্স। হার্দিক পান্ডিয়াদের দেয়া লক্ষ্যে ধোনিরা ব্যাটে নামার পরপরই আবারও হানা দিয়েছে বৃষ্টি।

শিরোপা নির্ধারনী ম্যাচে আগে ব্যাট করে ৪ উইকেটে ২১৪ রান সংগ্রহ করে গুজরাট। ইনিংস বিরতিতে হানা দেয় বৃষ্টি। এর কারণে ব্যাটে নামতে কিছুটা দেরি হয়। বৃষ্টি থামলে ব্যাটে নামে চেন্নাই। মাত্র তিন বল ব্যাট করার সুযোগ পায় চেন্নাই ব্যাটাররা। এরপর আবারও হানা দেয় বৃষ্টি। তীব্রতা বেশি হওয়ায় থেমে যায় ম্যাচ। বৃষ্টির আগে চেন্নাইয়ের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৪ রান।

Bkash July

বৃষ্টি আইনে শিরোপা নির্ধারণীর জন্য অন্তত আরও ৪ ওভার ৩ বল খেলার সুযোগ থাকতে হবে। খেলা না হলে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকায় টানা দ্বিতীয় শিরোপা জিতবে গুজরাট।

রোববার ধোনি ও হার্দিকের দ্বৈরথ ঘিরে জমকালো আয়োজন ছিল। দারুণ শুরু হয় সমাপনী পর্বের। তার মাঝে হানা দেয় বৃষ্টি। তীব্রতা এতটাই ছিল যে, শেষ পর্যন্ত স্থগিত হয় খেলা। একটি বল তো দূরের কথা, টসটাও হতে দেয়নি বেরসিক বৃষ্টি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View