চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

কাবাডির ঠিকানা হবে কেরানীগঞ্জ

জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

KSRM

২০২১ সালে পাঁচটি, ২০২২ সালে আটটি এবং এবছর ১২টি দেশের অংশগ্রহণে হল বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। এবারের আসরে শিরোপা জিতে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ। ধীরে ধীরে টুর্নামেন্টের কলেবর বাড়ছে। দল সংখ্যা বাড়ায় স্বাভাবিকভাবেই কাবাডির আলাদা একটি স্টেডিয়াম নির্মাণের দাবি জোরদার হয়েছে।

এ বিষয়ে সুস্পষ্ট তথ্য দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মঙ্গলবার দুপুরে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেয়ার পর তিনি জানালেন, ঢাকার অদূরে কেরানীগঞ্জে হবে কাবাডির স্থায়ী ঠিকানা।

Bkash July

‘কাবাডির জন্য একটি জায়গা তৈরি করার পরিকল্পনা করেছিলাম। বৈশ্বিক পরিস্থিতির কারণে আপাতত কিছুটা বিলম্ব হচ্ছে। তবে আমরা হাল ছাড়িনি। চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে গেলে কমপ্লেক্স তৈরির কাজ শুরু করবো। কারণ একটার পর একটা অর্জন কাবাডি থেকে এসেছে। তাদের জন্য কিছু করা দরকার।’

‘কেরানীগঞ্জে কমপ্লেক্স তৈরির আগে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শেখ রাসেল রোলার স্কেটিংয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট করা যায়। কারণ এই দুটি স্টেডিয়ামও আমাদের।’

Reneta June

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় কাবাডি দলের খেলোয়াড়দের দেখা করা প্রসঙ্গে রাসেল বললেন, ‘গতবার চ্যাম্পিয়ন হওয়ার পর ওনারা চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। সেটা হয়তো হয়নি। তবে আজ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা টুর্নামেন্টের ফাইনালে। সেখানেই মাননীয় প্রধানমন্ত্রীকে জাতীয় কাবাডি দলের খেলোয়াড়দের দেখা করার বিষয়টি জানাবো। প্রধানমন্ত্রী সব সময়েই পৃষ্ঠপোষকতা করেন জাতির পিতার ঘোষিত জাতীয় খেলা কাবাডিকে।’

কাবাডিতে সরকারি পৃষ্ঠপোষকতা সম্পর্কে প্রধান অতিথি জানালেন, ‘আইজিপি ও কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক অত্যন্ত যোগ্য মানুষ। ওনারা কার্যক্রম দেখিয়েছেন বলেই পৃষ্ঠপোষকরা এগিয়ে এসেছেন এই টুর্নামেন্টে। আগে এত ব্যাপক আয়োজন দেখা যায়নি। আগামীতেও পৃষ্ঠপোষকরা এগিয়ে আসবেন। আমরাও বরাদ্দ বাড়ানোর চেষ্টা করবো।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View