চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাংলাদেশ

KSRM

প্রবল বিক্রমে দুরন্ত শক্তির প্রদর্শনীতে আবারও শিরোপাজয়ী বাংলাদেশ। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের তৃতীয় আসরেও ট্রফি উঁচিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন লাল-সবুজের দল।

সোমবার ফাইনালে উঠেই কাবাডির পরের বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ।

Bkash July

মঙ্গলবার দুপুরে শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ফাইনালে চাইনিজ তাইপেকে ৪২-২৮ পয়েন্টে হারিয়ে টানা তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ভাসে স্বাগতিক দল। খেলার ১৪ ও ৩২ মিনিটে তুহিন তরফদারের দল লোনা অর্জন করে।

ম্যাচের দুই মিনিটের ভেতর ২-০ পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। সময় যতো গড়াতে থাকে, চাইনিজ তাইপে চোখে চোখ রেখে জবাব দেয়। নবম মিনিটে গিয়ে তারা ৭-৬ পয়েন্টে লিড পেয়েছিল।

Reneta June

পিছিয়ে পড়া বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়ায়। দশম মিনিটে টাইম আউটের আগে ১০-৯ ব্যবধানে এগিয়ে যায়।

হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেয়া তাইপে ১৩ মিনিটের সময় ১০-৯ পয়েন্টে এগিয়ে ছিল। এ পর্যায় থেকে ম্যাটে লাল-সবুজের দলের দাপট শুরু হয়।

খেলার ১৪ মিনিটে তুহিন তরফদারের দল পায় লোনা। প্রথমার্ধের বাকি সময়ে কাবাডির টাইগাররা আধিপত্য বিস্তার করে। ২০-১৪ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ একতরফা প্রাধান্য দেখিয়ে টানা তৃতীয় শিরোপার সুবাস পেতে শুরু করে। প্রতিপক্ষের চার খেলোয়াড়কে নিয়ে দাগ স্পর্শ করে দারুণ রেইড করে ৪ পয়েন্ট আদায় করে নেন অধিনায়ক তুহিন। এ সময় বাংলাদেশ আরেকটি লোনা অর্জন করে। স্কোরলাইন তখন ছিল ৩৭-২১।

চাইনিজ তাইপে এরপর ম্যাচেই ফিরতে পারেনি। স্বাগতিকদের দাপটের কাছে অসহায় আত্মসমর্পণ করে টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা দলটি।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View