চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গার্দিওলাকে ‘বিশ্বসেরা’ বলছেন ইন্টার কোচ

KSRM

কদিন পরই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ। ইউরোপসেরার মুকুট পরতে মাঠের লড়াইয়ের আগে কথার লড়াই হওয়াটাই ছিল স্বাভাবিক। তবে ইন্টার মিলান কোচ সোজাসাপ্টা জানিয়ে দিলেন, ফাইনালে ম্যানচেস্টার সিটিই ফেভারিট। শুধু তাই নয়, ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাকে বিশ্বসেরার তকমা দিলেন ইন্টার কোচ সিমোন ইনজাঘি।

সংবাদ সম্মেলনে ইনজাঘির কাছে জানতে চাওয়া হয়েছিল গার্দিওলাকে তিনি বিশ্বের সেরা কোচ মনে করেন কিনা। জবাবে বলেছেন, ‘তিনিই বিশ্বের সেরা। আধুনিক ফুটবলের সময়টা হল গার্দিওলার আগে ও পরের, যা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন একটি দলের সঙ্গে খেলতে অবশ্যই সতর্ক থাকতে হবে। আমরা জানি দুর্দান্ত একজন কোচের অধীনে থাকা একটি স্কোয়াডের মুখোমুখি হচ্ছি। যিনি একটি যুগকে প্রভাবিত করেছেন।’

Bkash July

‘আপনি যত তাদের খেয়াল করবেন, ততবেশি বুঝতে পারবেন কেন তারা সফল হচ্ছে। তারা একটি স্বয়ংসম্পূর্ণ দল। শারীরিক দিক থেকে শুরু করে প্রযুক্তিগতভাবেও দুর্দান্ত ফুটবল খেলছে। দখল এবং আক্রমণেও দুর্দান্ত তারা।’

ইনজাঘি সিটিকে সমীহ করলেও নিজেদেরও ভালো সম্ভাবনা দেখছেন। ইতালিয়ান কোচ বলছেন, ফেভারিট হিসেবে সিটি ফাইনাল খেললেও ২০১০ সালের পর প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জিততে হলে তাদেরকেও নিতে হবে সুযোগ।

Reneta June

৪৭ বর্ষী কোচ ফাইনাল ঘিরে বলেছেন, ‘আমরা জানি তারা খুব শক্তিশালী দল। প্রিমিয়ার লিগে সবশেষ শেষ ছয় মৌসুমে পাঁচটি শিরোপা জিতেছে। এতেই বোঝা যায় ম্যাচটি আমাদের জন্য কঠিন হতে চলেছে। তারা বল দখলে ওস্তাদ, এটি তাদের ভালো একটি দিক। তবে মাঠে আমাদেরও ভালো করতে হবে। তাদের দুর্বল দিকগুলোর দিকে নজর দিতে হবে।’

‘আগামী কয়েকদিনের মধ্যে, সেরা কৌশলে আমারাও প্রস্তুতি নেবো। আমাদের একসঙ্গে এগিয়ে যেতে হবে, যেমনটা আমরা মৌসুমের শুরু থেকে করেছি। বড় সমস্যাগুলো এখনই সমাধান করতে হবে, দলগতভাবে এগিয়ে গেলে আশা করি সবকিছুই কাটিয়ে উঠতে পারব।’

ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে আগামী ১১ জুন হবে চ্যাম্পিয়ন্স লিগের ৬৮তম ফাইনাল। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটি ও ইতালিয়ান লিগ সিরি আ’র ক্লাব ইন্টার মিলানের শিরোপা নির্ধারণী ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View