ভারতে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮৮

ভারতের উড়িশ্যায় দু’টি যাত্রীবাহী ট্রেন ও একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২শ’ ৮৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৯শ’র বেশি যাত্রী। বিধ্বস্ত বগিতে এখনো আটকা পড়ে আছেন অনেকে। দুর্ঘটনার উদ্ধার কাজে ফায়ার সার্ভিসের পাশাপাশি সহায়তা করছেন স্থানীয় লোকজন, কাজ করছেন চিকিৎসকরাও। বাংলাদেশের দুইজন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন। তবে ইতিহাসের সবচেয়ে বড় এই ট্রেন দুর্ঘটনা কিভাবে ঘটলো তার কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বিজ্ঞাপন