চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান স্টারবাকসের নতুন সিইও

বিশ্ব বিখ্যাত কফি ব্র্যান্ড স্টারবাকসের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় বংশোদ্ভূত লক্ষ্মণ নরসিমহান। গত বছর সেপ্টেম্বরে স্টারবাকস ঘোষণা দেয় লক্ষ্মণ নরসিমহান প্রতিষ্ঠানের পরবর্তী সিইও এবং স্টারবাকসের বোর্ড অব ডিরেক্টরের সদস্য হবেন।

গেল ১ অক্টোবর স্টারবাকসের প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সিইও, হাওয়ার্ড শুল্টজের উত্তরাধিকারী হওয়ার জন্য জন্য বিশ্বব্যাপী অনুসন্ধানের পর, নরসিমহান লন্ডন থেকে সিয়াটল এলাকায় এসে স্টারবাকসের পরবর্তী সিইও হিসেবে যোগদান করেন।

সম্প্রতি এক বিবৃতিতে স্টারবাকস জানায়, আজ লক্ষ্মণ নরসিমহান প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তার পদে যোগদান করবেন এবং স্টারবাকসের বোর্ড অব ডিরেক্টস এর সদস্য হবেন।

২৩ মার্চ নতুন সিইও হিসেবে লক্ষ্মণ নরসিমহান স্টারবাকসের বাৎসরিক বৈঠকে যুক্ত হবেন।

স্টারবাকস আরও জানায়, এখন থেকে নরসিমহান প্রতিষ্ঠানের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন এবং দিক নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানের সকল সিদ্ধান্ত নিবেন।

এর আগে নরসিমহান যুক্তরাজ্য ভিত্তিক ভোক্তা স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি এবং পুষ্টি বহুজাতিক রেকিট বেনকিজারের প্রাক্তন সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। নরসিমহান প্রায় ৩০ বছরের অভিজ্ঞিতা নিয়ে স্টারবাকসে সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

স্টারবাকস জানিয়েছে, গত পাঁচ মাসে নরসিমহান ৩০ টিরও বেশি দোকানে কর্মীদের সাথে কাজ করার জন্য গিয়েছেন।

লক্ষ্মণ নরসিমহান বলেন,”আমি আনুষ্ঠানিকভাবে স্টারবাকসের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে আমার ভূমিকায় পা রাখতে পেরে আনন্দিত হয়েছি, বিশ্বজুড়ে আমাদের ৪ লাখ ৫০ হাজারেরও বেশি তরুণ প্রাণ বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছেন। আমি তাদের সাধুবাদ জানাই।

Labaid
BSH
Bellow Post-Green View