মার্কিন যুক্তরাষ্ট্রে এক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে বিমানে দুই কিশোর যাত্রীকে ছুরিকাঘাতের অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের নাম প্রণীত কুমার উসিরিপল্লি (২৮)। তিনি শিকাগো থেকে জার্মানগামী লুফথানসার একটি ফ্লাইটে যাত্রী হিসেবে ছিলেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) মার্কিন অ্যাটর্নি অফিস, ম্যাসাচুসেটস জেলার এক বিবৃতির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিমানে থাকা অবস্থায় অভিযুক্ত প্রণীত এক ১৭ বছর বয়সী যাত্রীর কাঁধে ধাতব কাঁটা দিয়ে ছুরিকাঘাত করেন। পরে আরও এক কিশোর যাত্রীর মাথার পেছনে একই কাঁটা দিয়ে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে।
বিবৃতিতে বলা হয়, আক্রমণের সময় তিনি বিমানের আরেকজন যাত্রীকেও চড় মারেন। ঘটনার পরপরই বিমানটি জরুরি অবতরণের জন্য বোস্টন লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। সেখানে অবতরণের পর পুলিশ প্রণীতকে গ্রেপ্তার করে হেফাজতে নেয়।
জানা গেছে, প্রণীত কুমার উসিরিপল্লি স্টুডেন্ট ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন এবং স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তি ছিলেন।
এ ঘটনায় মার্কিন জেলা আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করা হয়েছে। আদালত সূত্রে জানা যায়, যদি প্রণীত দোষী সাব্যস্ত হন, তবে তিনি সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে পারেন।
মার্কিন তদন্ত সংস্থাগুলো এখন এই ঘটনার পেছনে মানসিক বা অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।







