জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথম দুটিতে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি শুভমন গিল। তৃতীয়টিতে ছন্দে ফিরেছেন তরুণ অধিনায়ক। তার দারুণ পারফরম্যান্সে ভর করে জিম্বাবুয়েকে ২৩ রানে হারিয়েছে ভারত।
হারারেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ওভার শেষে ৪ উইকেটে ১৮২ রান তোলে বিশ্বজয়ী দলটি। জবাবে নেমে ৬ উইকেটে ১৫৯ রানে থামে জিম্বাবুয়ে। প্রথম ম্যাচে জয়ের পর টানা দুই ম্যাচে হার দেখল জিম্বাবুয়ে।
সিরিজের তৃতীয় ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ দলের সদস্য সাঞ্জু স্যামসন ও শিভম দুবে। টপঅর্ডারে নামা ব্যাটারদের পারফরম্যান্সের পর ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন পাঁচে নামা স্যামসন। দুবের অবশ্য নামার প্রয়োজন হয়নি।
গিল-যশ্বী জয়সওয়ালে দারুণ শুরু পায় ভারত। উদ্বোধনীতে আসে ৬৭ রান। ২৭ বলে ৩৬ রান করে ফিরে যান জয়সওয়াল। ৮১ রানে ফিরে যান অভিষেক শর্মা। ৯ বলে ১০ রান করেন।
১৭.৫ ওভারে ১৫৯ রানের সময় আউট হন গিল। তিন ছক্কা ও সাত চারে ৪৯ বলে ৬৬ রান করেন ভারত অধিনায়ক। চারে নামা রিংকু সিং চারটি চার ও তিন ছক্কায় ২৮ বলে ৪৯ রান করেন।
স্বাগতিক বোলাদের মধ্যে ব্লেসিং মুজারাবানি ও সিকান্দার রাজা দুটি করে উইকেট নেন।
রানতাড়ায় নেমে জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। ৩৯ রানে ৫ ব্যাটারকে হারায় দলটি। চারে নামা ডিয়ন মায়ার্স সাতে নামা ক্লাইভ মাদান্দেকে নিয়ে হাল ধরেন। ১১৬ রানে মাদান্দে ফিরে যান ২৬ বলে ৩৭ রান করে।
ওয়েলিংটন মাসাকাদজাকে নিয়ে লড়াই করলেও দলকে জয় এনে দিতে ব্যর্থ হন মায়ার্স। ২৩ রানে হেরে যায় তার দল। সাতটি চার ও এক ছক্কায় ৪৯ বলে ৬৫ রান করেন মায়ার্স। মাসাকাদজা ১০ বলে ১৮ রান করেন।
ভারতীয় বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর তিনটি এবং আভেষ খান দুটি উইকেট নেন।







