চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেন সঙ্কট সমাধানে যথাসাধ্য চেষ্টা করবে ভারত

ইউক্রেন সংকট সমাধানের জন্য ভারত যা করতে পারে তাই করবে বলে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কিকে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আল আরাবিয়া নিউজ জানায়, আজ শনিবার জাপানে জেলেনস্কিকে এই কথা জানান মোদি। রাশিয়ার আক্রমণের পর এটিই তাদের প্রথম সাক্ষাত। জাপানের হিরোশিমায় জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে তাদের এই সাক্ষাত হয়।

মোদি বলেন, আমি আপনার এবং ইউক্রেনের নাগরিকদের বেদনা খুব ভালভাবে বুঝতে পারছি।  আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে এটি সমাধান করতে আমরা যা পারি তাই করবো।

জেলেনস্কির টেলিগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়েছে, তিনি ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে সমর্থন করার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন।

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আজ শনিবার জাপানের হিরোশিমা শহরে পৌঁছেছেন। জি-৭ নেতাদের সাথে বৈঠক এবং রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য জি-৭ নেতাদের সহযোগিতা চাইবেন তিনি।