চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের নির্মমতা পরিমাপ করবে ভারত

মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করার ব্যাপারটি কতটা নির্মম বা বেদনাদায়ক এবং মৃত্যুদণ্ড কার্যকর করার বিকল্প পদ্ধতি নিয়ে কেন্দ্রকে আলোচনা শুরু করতে বলেছে ভারতের সুপ্রিম কোর্ট।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট কেন্দ্রকে আলোচনা শুরু করতে বলেছে এবং এর চেয়ে কম বেদনাদায়ক বিকল্প কোন পদ্ধতি হতে পারে কিনা তা নিয়ে পরীক্ষা করার জন্য তথ্য সংগ্রহ করতে বলেছে।

এ বিষয়ে আদালত জানায়, বিষয়টি বিবেচনা করার জন্য বিশেষজ্ঞদের একটি প্যানেল তৈরি করতে প্রস্তুত তারা। ইতিমধ্যে তারা মৃত্যুদণ্ডের দোষীদের জন্য বেদনাহীন সমাপ্তি চেয়ে একটি আবেদনের শুনানি করেছে যেখানে ফাঁসির পরিবর্তে গুলি, প্রাণঘাতী ইনজেকশন বা বৈদ্যুতিক চেয়ার ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।

বিচারপতি পিএস নরসিমা বলেন, “প্রাণঘাতী ইনজেকশনও বেদনাদায়ক, আর শুটিং ছিল সামরিক শাসনের একটি প্রিয় অবকাশ কার্যক্রম যা মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন।”

তবে সুপ্রিম কোর্টের বিচারকরা প্রাণঘাতী ইনজেকশনে কোন রাসায়নিক ব্যবহার করা হবে তা নিয়েও গবেষণার আহ্বান জানিয়েছেন। নির্মমতার দিক থেকে কম এবং উপযুক্ত পদ্ধতি বেছে নিতে চাচ্ছেন তারা।

Labaid
BSH
Bellow Post-Green View