
ভারতের মাটিতে হতে চলা ওয়ানডে বিশ্বকাপের আগে দলগুলো এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিতেই ব্যস্ত। বিশেষ প্রস্তুতি ও এশিয়া কাপে ব্যর্থতার পর বিশ্বকাপের আগে নিজেদের মনোযোগ ঠিক রাখতে দুবাইয়ে পুরো দলকে একত্র করতে চেয়েছিল পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। কিন্তু ভিসা জটিলতায় তা আর হচ্ছে না বাবর আজমদের।
ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দল এখনও তাদের ভারত যাত্রার ভিসা হাতে পায়নি। এ কারণে তাদের দুবাইয়ে সময় কাটানোর পরিকল্পনা বাতিল করতে হয়েছে।
আগামী ৫ অক্টোবর ভারতে পর্দা উঠবে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের। এর আগে বাবর-আফ্রিদের দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা। হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজ়িল্যান্ডের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। এরপর ৩ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
২০১২-১৩ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারত-পাকিস্তানের কোনো দলই কেউ কারোর দেশে ভ্রমণে যায়নি। ২০১৬ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে অবশ্য একবার ভারতের মাটিতে পা রেখেছিল পাকিস্তান ক্রিকেট দল। যা গত দশ বছরে ওই একবারই ঘটেছিল।
বিজ্ঞাপন