চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ক্রিকেটার ‘নায়ক’ সেলিম দুরানি মারা গেছেন

১৯৬১-৬২ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল ভারত। ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জয়ের নায়ক ছিলেন অলরাউন্ডার সেলিম দুরানি। দুই ম্যাচে একাই নিয়েছিলেন ১৮ উইকেট। ইংলিশদের বিপক্ষে জয়ের সেই নায়ক ৮৮ বছর বয়সে মারা গেলেন।

রোববার ভারতের গণমাধ্যম দুরানির মৃত্যুর খরবটি দিয়েছে। গুজরাটের জামনগরে ছোট ভাই জাহাঙ্গীর দুরানির বাসায় থাকতেন তিনি। গত জানুয়ারিতে ঊরুর হাড় ভেঙে যাওয়ার পর দুরানি অস্ত্রোপচার করিয়েছিলেন। তখন থেকেই শয্যাশায়ী, আর সেরে ওঠা হয়নি।

Bkash July

১৯৩৪ সালের ১১ সেপ্টেম্বর আফগানিস্তানের কাবুলে জন্ম দুরানির। আফগানিস্তানে জন্ম নিলেও পারফরম্যান্স দিয়ে ভারতীয় ক্রিকেটে জায়গা করে নেন সাবেক অলরাউন্ডার।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে দর্শকদের মন জয় করেছিলেন। দলের চাহিদা অনুযায়ী ছক্কা মারার খ্যাতিও ছিল। ১৯৬২ সালে পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সেঞ্চুরি করেছিলেন।

Reneta June

১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে ব্রেবোর্ন স্টেডিয়ামে শেষ টেস্টটি খেলেছিলেন বাঁহাতি দুরানি। ১৯৬০ সালে ওই মাঠেই অভিষেক হয়েছিল। ২৫.০৪ ব্যাটিং গড় নিয়ে টেস্ট ক্যারিয়ার শেষ করেন।

১৯৬০ থেকে ১৯৭৩ পর্যন্ত ২৯ টেস্ট খেলেন দুরানি। ভারত জার্সিতে তার ব্যাটে আসে ১,২০২ রান। সবমিলিয়ে ৭৫টি উইকেট শিকার করেন।

ক্রীড়া জগতের নায়ক ছাড়াও পর্দার নায়কও ছিলেন দুরানি। ১৯৭৩ সালে বলিউডের একটি সিনেমায় অভিনয় করেছিলেন। তার বিপরীতে ছিলেন সেসময়ের জনপ্রিয় অভিনেত্রী পারভিন ববি।

Labaid
BSH
Bellow Post-Green View