বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। হোটেলগুলোর ভাড়া বেশি হওয়ায় ম্যাচ দেখতে আগেভাগেই আহমেদাবাদে চলে আসা দর্শকরা রাত্রিযাপনের জন্য আবাসন হিসেবে হাসপাতালকে বেছে নিচ্ছেন। শনিবার ১৪ অক্টোবর বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গড়াবে মহারণ।
পশ্চিম ভারতীয় শহর আহমেদাবাদে স্টেডিয়ামের কাছাকাছি হাসপাতালগুলোতে রোগীর ভিড় বেড়েছে। বেশ কয়েকটি হাসপাতালে রাতে চেক-আপ করাতে আসা রোগী-স্বজনের আনাগোনা হঠাৎ বেড়ে গেছে।
আহমেদাবাদ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি তুষার প্যাটেল বলেছেন, ‘আমরা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আসা লোকদের স্বাস্থ্য পরীক্ষা এবং হাসপাতালে থাকার জন্য ভর্তির বাড়তি কিছু ঘটনা দেখেছি।’
আহমেদাবাদ হাসপাতাল এবং নার্সিং হোমস অ্যাসোসিয়েশন সভাপতি ভারত গাধবি এধরনের ভক্তদের থাকার জন্য নিরুৎসাহিত করেছেন। বলেছেন, ‘আমরা আমাদের সদস্যদের এধরনের অনুরোধে না করার জন্য বলেছি। হাসপাতালগুলো অ-রোগীদের জন্য নয়।’
বেশ কয়েকজন চিকিৎসক স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, চেক-আপ ‘প্যাকেজ’ সাশ্রয়ী আবাসন খুঁজে পাওয়ার একটি বুদ্ধিমান উপায় হয়ে দাঁড়িয়েছে। কারণ ম্যাচের আগে হোটেলগুলোর খরচ ২০ গুণ পর্যন্ত বেড়ে গেছে।







