চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বসেরা ভারত

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের পদযাত্রা এবারই। প্রথম আসরে নিজেদের দাপট জানিয়ে দিল ভারত। ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের ঘরে আনলো শেফালি বার্মার দল।

রোববার অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের ফাইনালে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিয়ে পাঠায় ভারত। বোলাদের দাপটে ১৮তম ওভারের প্রথম বলে মাত্র ৬৮ রানে ইনিংস শেষ করে ইংলিশ তরুণীরা। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র তিন উইকেট হারিয়ে ৩৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শেফালি-তৃষারা।

Bkash July

পচেফস্ট্রুমে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ইংল্যান্ড। এরপর চতুর্থ ওভারে দলীয় ১৬ রানে আরও দুই উইকেট হারাতে হয়। ইংলিশ ক্যাম্পে ব্যাটিং বিপর্যয় আরও বৃহৎ আকার ধারণ করে ২২ রানে চতুর্থ উইকেট হারানোর পর।

সতীর্থ চার্স পাভেলিকে নিয়ে দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন রায়ানা ম্যাকডোনাল্ড। ১৭ রানের জুটি গড়ার পর পাভেলি সাঁজঘরে ফেরেন। এরপর বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি রায়ানা। দলীয় ৪৩ রানে আউট হন তিনি। ২৪ বলে করেন ১৯ রান।

Reneta June

১৪তম ওভারের ৫ম বলে ৭ম উইকেট হারায় ইংল্যান্ড। ৫ বলে চার রান করে ফেরেন জোশি গ্রোবেস। দুই বল পরেই শেফালি বার্মার শিকার হন হান্নাহ বাকের।

দলীয় ৬৮ রানে মান্নাত কেশবের শিকার হয়ে ২৫ বলে ১১ রান করে সাজঘরে ফেরেন আলেক্সা স্টোনহাউস। ১৮তম ওভারের প্রথম বলে সোফিয়াকে আউট করে ৬৮ রানে ইংলিশদের ইনিংস থামান সোনাম যাদব।

ভারতের পক্ষে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পার্শ্ববী চোপড়া।

ছোট লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা উড়ন্ত হয়নি ভারতের। দলীয় ১৬ রানে আউট হন অধিনায়ক শেফালি বার্মা। চতুর্থ ওভারে তৃতীয় বলে দলীয় ২০ রানে সাঁজঘরে ফেরেন আরেক ওপেনার শ্বেতা শেহরাওয়াত।

এরপর ৪৬ রানের জুটি গড়েন সৌম্য তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা। জয়ের ভিত গড়ে দিয়ে ৬৬ রানে আউট হন তৃষা। ২৯ বলে ২৪ রান করেন তিনি।

চতুর্থ উইকেট জুটিতে হৃষিতা বসুকে সঙ্গে করে ৭ উইকেট ও ৩৬ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করেন সৌম্য। ৩৭ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন সৌম্য।

ইংল্যান্ডের পক্ষে হান্নাহ বেকার, গ্রেস স্ক্রিভেনস ও আলেক্সা স্টোনহাউস নেন ১টি করে উইকেট।

আসরে সর্বোচ্চ ২৯৭ রান করেন ভারতের শ্বেতা শেহরাওয়াত। সর্বোচ্চ ১২ উইকেট শিকার করেন অস্ট্রেলিয়ার ম্যাগি ক্লার্ক।

Labaid
BSH
Bellow Post-Green View