ভারতের কাশ্মীরের পাহেলগামে ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তান এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে চালানো ‘অপারেশন সিন্দুর’ অভিযানে অন্তত ১০০ জন সশস্ত্র ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
আজ (৮ মে) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ভারতের সরকারি সূত্রগুলো অভিযানে ৭০ জন জঙ্গি নিহত হয়েছে বলে জানালেও পরে এই সংখ্যা ১০০ তে উন্নীত হয়।
অভিযানে লক্ষ্যবস্তু ছিল পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বা ও জৈশ-ই-মুহাম্মদের সদর দপ্তর ও প্রশিক্ষণ শিবির, যাদের বিরুদ্ধে ভারতে একাধিক বড় জঙ্গি হামলার অভিযোগ রয়েছে। ২৫ মিনিট স্থায়ী এই সমন্বিত অভিযানে ভারতের বিমান বাহিনী ‘স্ক্যাল্প’ ক্ষেপণাস্ত্র ও ‘হ্যামার’ বোমার মতো নির্ভুল অস্ত্র ব্যবহার করে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়।
ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি জানান, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সীমান্তপারের সন্ত্রাসে সংশ্লিষ্টতার প্রমাণের ভিত্তিতেই লক্ষ্যবস্তু নির্বাচন করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর কোনো স্থাপনাকে টার্গেট করা হয়নি এবং বেসামরিক প্রাণহানি এড়াতে অভিযান রাতের অন্ধকারে পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভয়োমিকা সিংও। তিনি জানান, পাকিস্তানের পাল্টা আক্রমণের আশঙ্কা থাকলেও, ভারতের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।







