চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হেলিকপ্টারে করে নেমে জাহাজ হাইজ্যাক, ইসরায়েলকে চাপ দিতে আরও ঘটনার শঙ্কা

তুরস্ক থেকে ভারতের দিকে যাচ্ছিল একটা জাহাজ। সেই জাহাজ হাইজ্যাক করা হয়েছে বলে অভিযোগ। সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়,  হেলিকপ্টারে করে বিদ্রোহীরা নেমে পড়ে জাহাজে। এরপর আগ্নেয়াস্ত্র উঁচিয়ে তারা জাহাজের দখল নেয়। জাহাজের লোকজনকেও পণবন্দি করা হয়েছে।

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এই জাহাজটিকে হাইজ্যাক করেছে বলে খবর ছড়িয়েছে। এটাকে ইসরায়েলের জাহাজ বলে তারা উল্লেখ করেছে। তবে ইসরায়েল বিষয়টি মানতে চায়নি। তাদের দাবি, ইসরায়েলের কেউ নেই জাহাজে।

Bkash

লোহিত সাগরে জাহাজটিকে মাঝপথেই হাইজ্যাক করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। হেলিকপ্টারে করে এসে জাহাজের ডেকে নেমে পড়ে বিদ্রোহীরা। এরপর স্লোগান দিতে শুরু করে। জাহাজটিকে ঘুরিয়ে ইয়েমেনের বন্দর সালিফের দিকে নিয়ে যাওয়া হয়েছে বলে এএফপি সূত্রে খবর। ইসরায়েলের দাবি, এর পেছনে ইরানের হাত রয়েছে। তবে ইরান এই অভিযোগ মানতে চায়নি।

বিদ্রোহী দলের মুখপাত্র মহম্মদ আব্দুল সালাম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) জানিয়েছেন, এই তো সবে শুরু। ইসরায়েল যদি গাজাতে হামলা বন্ধ না করে তবে এটা চলতে থাকবে। এই রুট দিয়ে কোনও ইসরায়েলি জাহাজ যেতে দেওয়া হবে না।

Reneta June

ধারণা করা হচ্ছে অন্তত ২৫জন ক্রু রয়েছে ওই জাহাজে। ব্রিটিশ একটি কোম্পানির আওতায় রয়েছে জাহাজটি। কিন্তু সেটা জাপানের একটি কোম্পানির হয়ে ভাড়া খাটছিল। তবে এই জাহাজের সঙ্গে ইসরায়েলের এক সম্পদশালী ব্যক্তির সম্পর্ক রয়েছে।

এদিকে এই বিদ্রোহী গোষ্ঠীর পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করা হচ্ছে। তারা ইসরায়েলের ওপর চাপ তৈরির জন্য এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে। তারা জানিয়েছে, লোহিত সাগর দিয়ে তারা ইসরায়েলের জাহাজ যেতে দেবে না। তারা জানিয়ে দিয়েছে, ইসরায়েলের জাহাজকে তারা টার্গেট করছে। আরও এই ধরনের ঘটনা হবে।

অন্যদিকে যাদেরকে তারা নিয়ে গিয়েছে তাদের বর্তমান অবস্থান কোথায় সেটা জানা যায়নি। তবে যেভাবে এই জাহাজ হাইজ্যাক করা হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View