এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বোর্ডার-গাভাস্কার ট্রফি শিরোপা নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। ভারত জয়ে সিরিজ শুরু করলেও শেষপর্যন্ত ৩-১ ব্যবধানে হেরেছে অজিদের কাছে। ২০১৪-১৫ মৌসুমের পর, প্রায় ১০ বছর পর প্রথমবার শিরোপা রাখতে পারলেন প্যাট কামিন্সরা। ঘরের মাঠে অভিষেক হওয়া দুই ওপেনার ও অলরাউন্ডারের পারফরম্যান্সে খুশি অজি অধিনায়ক।
এই সিরিজে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গেছে ভারত। জুনের ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। গত দুই আসরে ভারত ফাইনাল খেলে শিরোপা ছুঁতে পারেনি। আগের চার আসরে টানা শিরোপা ধরে রাখলেও এবার মালিকানা হারিয়েছে রোহিত শর্মার দল।
সিরিজ শেষে অভিষিক্তদের অবদান তুলে ধরেছেন কামিন্স, ‘আমরা একটি দলের কথা বলি, বিশেষত এরকমের পাঁচ ম্যাচের সিরিজে একই দল নিয়ে খেলা কঠিন হয়ে যায়। পুরো সিরিজে তিনজনের (নাথান ম্যাকসুয়েনি, স্যাম কনস্টাস এবং বিউ ওয়েবস্টার) অভিষেক হয়েছে এবং তারা ঠিকঠাক কাজটা করতে পেরেছে, বিভিন্নভাবে অবদান রেখেছে। বিউ ওয়েবস্টারের এ ম্যাচে অভিষেক হয়েছে এবং আমার কাছে সেটা দারুণ লেগেছে। হ্যাঁ, আমরা ভালো কিছু করেছি।’
৬ উইকেটে ১৪১ রান নিয়ে রোববার খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় ইনিংসে স্কট বোল্যান্ডের ৬ উইকেট এবং ম্যাচে অজি পেসারের মোট ১০ উইকেট শিকারে সফরকারীরা ১৫৭ রানে গুটিয়ে যায়। প্রথম ইনিংসে ভারত ৪ রানের লিড পাওয়ায় পুঁজি দাঁড়ায় ১৬১ রান। জাসপ্রীত বুমরাহ বিহীন দলের সামনে সেটি শক্ত সংগ্রহ হতে দেয়নি অস্ট্রেলিয়ার ব্যাটিং। ৬ রানের বেশি গড়ে ব্যাট করে তারা জয়ের বন্দরে নোঙর করে ২৭ ওভারে।

অধিনায়ক হিসেবে প্রথমবার টেস্টে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের প্রতিক্রিয়ায় কামিন্স বলছেন, ‘আমাদের দলটি দুর্দান্ত। এ ধরনের দায়িত্ব পেয়ে সর্বপ্রথম আমি আনন্দিত। আমরা যা অর্জন করেছি তাতে দলগত সমর্থন, স্টাফ এবং পরিবারেরও অবদান রয়েছে। তারা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে। সুতরাং, যা অর্জন করতে পেরেছি তার জন্য গর্বিত।’

অধিনায়ক কামিন্স যোগ করেন, ‘অবাস্তব। এটা এমন একটি শিরোপা যা আমাদের কয়েকজনের ভাগ্যে জোটেনি। দুর্দান্ত একটি সিরিজ ছিল। আমরা অনেক গর্বিত।’
‘গত একবছর ধরে আমরা একটি দলের মতো সময় পার করছিলাম। সুতরাং, পার্থে আমাদের সেরাটা দিতে পারিনি এবং যেমনটা খারাপ আসলে দেখাচ্ছিল ততটাও না। এরপর আমরা কঠিন কাজটি করি এবং পরপর দুটি জিতে যা আমাদের সত্যিই ভালো দলে পরিণত করে।’

দুদলের মুখোমুখি দেখায় সর্বশেষ ২০১৪-১৫ মৌসুমে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। ২০১৬-১৭ মৌসুম থেকে শুরু করে ভারত সিরিজটি জিতে চলছিল। সিরিজের চতুর্থ টেস্টে হেরে চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে আগেই পিছিয়ে পড়েছিল ভারত, শেষ ম্যাচে হেরে ছিটকে গেছে তারা।







