এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গত ১৬ বছর সাংবাদিকতাকে ব্যবহার করে একটা ফ্যাসিবাদী সরকারকে সহায়তার কারণেই সাংবাদিকদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতি যাতে না তৈরি হয়, সেটা নিশ্চিত করার তাগিদও দেন তিনি।
রোববার (৩১ আগস্ট) রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার কার্যালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের উদ্যোগে ‘প্রস্তাবিত গণমাধ্যাম সংস্কার কমিশন প্রতিবেদন’ শীর্ষক মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
তিনি বলেন, গণমাধ্যম এভাবে চলতে থাকলে, দোকানদার হওয়া গেলেও, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয়। যে ধারাবাহিকতায় গণমাধ্যমের মালিকানা হচ্ছে, সেটা অব্যাহত থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়।
তিনি বলেন, সংস্কারের দায়িত্ব গণমাধ্যমের, সংস্কার কমিশনের নয়। সরকারকে চাপ দিয়ে হলেও সাংবাদিকদেরই নিতে হবে সংস্কারের দায়িত্ব।
সভায় সাংবাদিকতাকে রাজনৈতিক ভাবে ব্যবহার, বিগত সরকারকে ফ্যাসিস্ট হতে সহায়তা, ঝুঁকিপূর্ণ কাজে সাংবাদিকদের সুরক্ষা, প্রশিক্ষণের ব্যবস্থা না করাসহ নানা বিষয় তুলে ধরেন।








