কোটা আন্দোলনের কারণে চলতি জুলাই মাসে গতমাসের চেয়ে প্রায় এক বিলিয়ন ডলার রেমিট্যান্স কম এসেছে। ব্যাংকিং চ্যানেল ছাড়া অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর জন্যই এই অবস্থা। রেমিট্যান্স যোদ্ধাদের উপর আস্থা রেখে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেছেন, অবৈধ পথে পাঠালে পদে পদে তাদের বিপদে পড়তে হবে। দেশি-বিদেশী ষড়যন্ত্রের কাছে নত না হওযার আহ্বান জানান তিনি।






