হাসপাতালে শিশু ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে
রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ প্রতিদিনই বাড়ছে। ডেঙ্গু আক্রান্তদের জন্য আলাদা দু’টো ওয়ার্ডে জায়গা না হওয়ায় সাধারণ ওয়ার্ডেও রাখা হচ্ছে রোগীদের। রাতসহ সব সময় জ্যেষ্ঠ চিকিৎসকদের পালাক্রমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোগী আসার হার উদ্বেগজনক উল্লেখ করে চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু মোকাবেলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচ্ছন্নতা জরুরি।
বিজ্ঞাপন