পাকিস্তানের ওয়াজিরাবাদে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়ে বন্দুকধারীর গুলিতে আহত হয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একটি লংমার্চে তাকে লক্ষ্য করে তিন থেকে চারটি গুলি করে অজ্ঞাত এক বন্দুকধারী। ওই ঘটনায় তিনজন আহতের খবর পাওয়া গেছে। সন্দেহভাজন একজনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।