বাংলাদেশকে সাড়ে চারশ’ কোটি ডলার ঋণ দিচ্ছে আইএমএফ

বাংলাদেশের চাহিদাকে প্রাধান্য দিয়েই বাংলাদেশকে ঋণ দিচ্ছে আন্তর্জাদিক মুদ্রা তহবিল, আইএমএফ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ৩ মাসের মধ্যে সাড়ে ৪শ’ কোটি ডলারের ঋণপ্রস্তাব আইএমএফ-এর বোর্ডে চূড়ান্ত অনুমোদনের জন্য যাবে। আইএমএফ-এর বাংলাদেশ মিশন প্রধান বলেছেন, বাংলাদেশ ঋণের কিস্তি দিতে কখনোই ব্যর্থ হয়নি। তাই নির্বাচনী বছরে এতো বড় অংকের ঋণ দেওয়া নিয়ে কোন উদ্বেগ নেই তাদের।