চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চ্যানেল আইয়ে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লুত ইমন চক্রবর্তী

চ্যানেল আইয়ের উষ্ণ অভ্যর্থনায় আবেগাপ্লুত কলকাতার জনপ্রিয় শিল্পী ইমন চক্রবর্তী

KSRM

পশ্চিমবঙ্গের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী ঢাকায় এসেছিলেন একটি স্টেজ শো-তে পারফর্ম করতে। শনিবার রাতে রাজধানীর উত্তরা ক্লাবে পারফর্ম করেন তিনি। রবিবার দুপুরে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই শিল্পী আসেন চ্যানেল আইয়ের অফিসে।

এর আগে একাধিকবার ঢাকা এলেও প্রথমবার চ্যানেল আই অফিসে আসেন ইমন। সঙ্গে ছিলেন তার স্বামী নীলাঞ্জন ঘোষ। ছিলেন ঢাকার রবীন্দ্রসংগীত শিল্পী স্বপ্নিল সজীব। বেলা তিনটায় চ্যানেল আই অফিসে এসেই চমকে যান ইমন। তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় চ্যানেল আই সেরা কণ্ঠের ১৩ প্রতিযোগী।

Bkash

গিটার বাজিয়ে নবীন শিল্পীরা কণ্ঠে ইমন চক্রবর্তীর বিখ্যাত গান ‘তুমি যাকে ভালোবাসো’ গান গেয়ে বরণ করে নেন, যা এই শিল্পীকে আবেগী করে দেয়। পরে ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সঙ্গে সাক্ষাত করেন ইমন চক্রবর্তী ও নীলাঞ্জন ঘোষ।

চ্যানেল আই এর নির্মিত বিভিন্ন বিখ্যাত সব সিনেমা ও ওয়েব কনটেন্টগুলো দেখার আগ্রহ প্রকাশ করেন ইমন চক্রবর্তী। পরে ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’ সম্পর্কে জেনে সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করেন এই তারকা শিল্পী। এসময় আইস্ক্রিন এর প্রকল্প পরিচালক চিত্রনায়ক রিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

Reneta June

অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আই ‘তারকা কথন’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নেন ইমন চক্রবর্তী। সেখানে তার সঙ্গে ছিলেন চ্যানেল আই সেরা কণ্ঠের মুটুক জয়ী সময়ের জনপ্রিয় গায়িকা কোনাল। অনুষ্ঠানটি রেকর্ডিংয়ে আগে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপ করেন ইমন চক্রবর্তী।

তিনি বলেন, ঢাকাকে আমার নিজের শহর কলকাতা মনে হয়। কথাবার্তা, খাওয়াদাওয়া সবকিছুতে মিল খুঁজে পাই। এখানে এলে এসব নিয়ে বাড়তি কোনো চিন্তা থাকে না। তাছাড়া বাংলাদেশের প্রতি আমার অন্যরকম টান আছে। কারণ, আমার মা বরিশালের এবং বাবা কুমিল্লার। এ জন্য আমি নিজেকে আদ্যপান্ত বাংলাদেশের মানুষ মনে করি। শুধু পাসপোর্ট নিয়ে আসতে হয় বলে মনে হয় বিদেশে আসছি। এছাড়া আমি কোনো পার্থক্য দেখি না।

তবে এবারের ঢাকা সফর ‘বিশেষভাবে মনে থাকবে’ উল্লেখ করে ইমন বলেন, চ্যানেল আই আমাকে যেভাবে গ্রহণ করলো এবং সেরা কণ্ঠের ছেলে-মেয়েরা আমার গানে অভ্যর্থনা জানালো এতে আমি ইমোশনাল হয়ে পড়েছি। সত্যি এই আপ্যায়ন ভুলবো না। ফরিদুর রেজা সাগর স্যারের সঙ্গে আলাপ হলো। ওনার নামডাক অনেক শুনেছি। তিনি বাংলাদেশের একজন বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব। তার আন্তরিকতা সত্যি মনে রাখার মতো। তাই তার সঙ্গে পরিচয় আমার কাছে দারুণ পাওয়া। আশা করছি, আবার ঢাকায় এলে চ্যানেল আইতে ভালোবাসার টানে আসবো।

বিজ্ঞাপন

কথা প্রসঙ্গে ইমন জানান, প্রথমবারের মতো তিনি বাংলাদেশের ছবি ‘শ্যামা কাব্য’তে প্লেব্যাক করেছেন। এই ছবির মাধ্যমে তার ঢাকার ছবিতে প্লে-ব্যাক শুরু হলো। ইমন বলেন, বাংলাদেশে অনেক ভালো ভালো কাজ হচ্ছে। এতে সত্যি মুগ্ধ হই। এজন্য প্লে-ব্যাক থেকে অরিজিনাল মিউজিক সবখানে বাংলাদেশের কাজে সম্পৃক্ত থাকতে চাই। অনলাইন আসার সুবাদে দু’বাংলার মানুষ, শিল্পী এবং কাজের আপডেটগুলো অনেক কাছের হয়ে গেছে। যেহেতু আমি মিউজিকের মানুষ তাই বাংলাদেশের শিল্পীদের গান ফলো করি। এখানে এতো ভালো ভালো কাজ হচ্ছে যা বলে বোঝানো যাবে না।

”সাদা সাদা কালা কালা গানটি মুক্তির পর আমরা লুপে শুনেছি। এছাড়া কোক স্টুডিওর গান, তাপস ভাইরা যে গানগুলো করেছিল সেগুলো শুনেছি। ঢাকায় এত ভালো ভালো সিনেমা হচ্ছে যেগুলো আমাদের দেশের বাঙালীরা খুব পজিটিভভাবে গ্রহণ করছেন। বিশেষ করে এখানকার জয়া আহসান, চঞ্চল চৌধুরীরা আমাদের ওখানে ভীষণ পরিচিত। চঞ্চল ভাই আমাদের ওখানে এবার সেরা বাঙালির পুরস্কার পেলেন। সবকিছু দেখে খুব ভালো লাগে। আমার আশা, আমরা ওপারের শিল্পীরাও এখানে এসে একইভাবে কাজ করবো এবং দু-দেশের মানুষ সাংস্কৃতিকভাবে একসঙ্গে পথ চলবে।”

ইমন চক্রবর্তী জানান, তার বন্ধু স্বপ্নিল সজীবের জন্মদিন রবিবার। তার জন্মদিন সেলিব্রেট করার জন্য এবং চ্যানেল আই আসার জন্য থেকে গেছেন। তার গানের দলবল সকালেই কলকাতা ফিরে গেছেন। তিনি বলেন, আমার সত্যি খুব ভালো লাগছে। এখানে সবাই আমাকে ভালোবাসে।

ছবি: নাহিয়ান ইমন

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View