
ভারতের শীর্ষ ধনী গৌতম আদানির প্রতিষ্ঠানে প্রায় ৪০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি (আইএইচসি)।
আইএইচসি আবুধাবির বৃহত্তম তালিকাভুক্ত কোম্পানি যারা গত বছর আদানি এন্টারপ্রাইজসহ আদানি গ্রুপের কোম্পানিগুলিতে প্রায় ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, সোমবার আদানি এন্টারপ্রাইজে এই টাকা বিনিয়োগ করার বিষয়ে ঘোষণা দেয় আবুধাবির প্রতিষ্ঠানটি।
সংযুক্ত আরব আমিরাতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রাষ্ট্রপতির ভাই শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ান আইএইচসি এর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আইএইচসি জানায় যে, তারা আদানি এন্টারপ্রাইজের ফলো-অন শেয়ারে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
এপ্রসঙ্গে ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ বাসার সুয়েব জানান, আদানি এন্টারপ্রাইজ লিমিটেডের মূল ভিত্তির উপরে আমাদের বিশ্বাস ও ভরসা রয়েছে। তাই আমরা আদানি গ্রুপে বিনিয়োগের বিষয়ে আগ্রহী। এর ফলে আমরা আমাদের শেয়ার হোল্ডারদের ভবিষ্যতে অধিক মুনাফা দিতে পারব বলে আশা করছি।
হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদনে ব্যাপক ক্ষয়ক্ষতির কবলে পড়ে দিশেহারা আদানি গ্রুপে এই বিনিয়োগের সংবাদ আদানির জন্য আশীর্বাদ সরূপই বলা যায়।
গত ২৪ জানুয়ারি নিউইয়র্ক ভিত্তিক ফরেনসিক আর্থিক গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ, আদানি গ্রুপের উপর একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে কয়েক দশক ধরে ঘটে চলা অ্যাকাউন্টিং জালিয়াতি এবং “স্টক ম্যানিপুলেশন” এর কথা বলা হয়। এই ঘটনার পর আদানি গ্রুপের শেয়ারে বড় ধস দেখা দেয়। হিনডেনবার্গের প্রতিবেদনের পর ভারতের আদানি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ারমূল্য তিন দিনে প্রায় ৬৫ বিলিয়ন ডলার (৬ লক্ষ ৫০ হাজার কোটি টাকা) কমেছে বলে খবর পাওয়া যায়৷
এর পরিপ্রেক্ষিতে আদানি গ্রুপ ৪১৩ পৃষ্ঠার এক বিবৃতিতে পাল্টা জালিয়াতির অভিযোগ তুলে ওই মার্কিন সংস্থার বিরুদ্ধে। গৌতম আদানির সংস্থা অভিযোগ তোলে যে, শুধুমাত্র কোনও একটি নির্দিষ্ট কোম্পানির বিরুদ্ধে ‘অযাচিত হামলা’ চালানো হয়নি, বরং ‘ভারতের উপর পরিকল্পিত হামলা’ চালিয়েছে হিন্ডেনবার্গ।