চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিএনপির ৫৪ নেতাকর্মী আটক প্রসঙ্গে যা বললেন আইজিপি

বনানী ক্লাবে সম্প্রতি বিএনপির ৫৪ নেতাকর্মীকে আটক প্রসঙ্গে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ যা করেছে বাংলাদেশে আইন মেনেই করছে ।

শনিবার ২৫ মার্চ রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

Bkash

ওয়ারেন্ট ছাড়া নেতা-কর্মীদের আটকের পর সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে গ্রেফতারের বিএনপির এমন অভিযোগের প্রসঙ্গে জানতে চাইলে আইজিপি বলেন, ওয়ারেন্ট ছাড়া কী কাউকে গ্রেফতার করা যায় না? পুলিশ যা করেছে আইন মেনেই করেছে। বাংলাদেশে আইন মেনেই সব করেছে পুলিশ।

বিএনপি নেতাকর্মীরা বনানীতে কী ধরনের সন্ত্রাস বিরোধী কাজ করেছে জানতে চাইলে তিনি বলেন, আপনি এফআইআর দেখলে বুঝতে পারবেন যে কী ধরনের মামলা হয়েছে। এরপরও এটার বিষয়ে তদন্ত হবে, তদন্তের পরে আমরা এটা দেখে ব্যবস্থা নেব।

Reneta June

বিএনপি দাবি করেছে বিরোধী দলকে বাধা দিতেই এভাবে গ্রেপ্তার করা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে পুলিশ প্রধান বলেন, এমনটি নয়, মামলার কপি দেখলেই সব পরিষ্কার হবে।

রোববার ১৯ মার্চ দিবাগত রাত ১টার দিকে রাজধানীর বনানী ক্লাব থেকে মুন্সীগঞ্জ বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করে ডিবি গুলশান বিভাগ।

গ্রেপ্তারের পর সোমবার ২০ মার্চ তাদের বিরুদ্ধে বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। সোমবার ৫৪ জনকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। তবে আসামিপক্ষ জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে এক আইনজীবীকে জামিন দেন। অপর ৫৩ জনকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View