নিজেদের দক্ষ কর্মীতে আস্থা আইএফআইসি ব্যাংকের
নিজেদের দক্ষ কর্মী দিয়েই সারা দেশে তেরশ’র মতো শাখা-উপশাখা পরিচালনা করছে আইএফআইসি ব্যাংক। এছাড়া রয়েছে তের হাজার এটিএম বুথ। প্রধান লক্ষ্য-প্রান্তিক জনগোষ্ঠীকে সরাসরি ব্যাংকিং সেবার আওতায় আনা, বিশেষ করে নারীদের সম্পৃক্ততা বাড়ানো।