চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভারতে বিশ্বকাপ জয় হবে বিসিসিআইকে ‘কষে চড় মারা’

বলছেন শহিদ আফ্রিদি

পাকিস্তানে এশিয়া কাপ হলে ভারতের খেলা নিয়ে বিসিসিআই নানা গড়িমসি করছে। ভারত যেহেতু দেশটিতে যাবে না, সেজন্য ভারতে আসছে ওয়ানডে বিশ্বকাপেও অংশ নেবে না পাকিস্তান, এমন কথাও বলে বসে আছে পিসিবি। পাকিস্তানের বিশ্বকাপজয়ী সাবেক শহিদ আফ্রিদির মত অবশ্য ভিন্ন। বলছেন, ভারতের মাটিতে পাকিস্তান দল বিশ্বকাপ জিতলে সেটা হবে বিসিসিআইকে কষে চড় মারার মতো। বাবর আজমের দলের সেখানে খেলতে যাওয়া উচিত।

‘বুঝতে পারছি না কেনো পিসিবি এত অনমনীয় এবং বারবার কেনো বলছে তারা ভারতে যাবে না। তাদের পরিস্থিতি সহজ করতে হবে এবং বুঝতে হবে যে একটি আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে, এটাকে ইতিবাচকভাবে নিয়ে যেতে হবে এবং খেলতে হবে। খেলোয়াড়দের বলতে হবে ট্রফি জিততে, পুরো জাতি তাদের সাথে আছে। এটা শুধুমাত্র আমাদের জন্য একটি বড় জয় হবে না, বিসিসিআইয়ের মুখে কষে একটা চড় মারাও হবে।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘ভারতে যাও, স্বাভাবিক ক্রিকেট খেলো এবং ট্রফি জেতো। আমাদের তুলে ধরতে এটাই একমাত্র রাস্তা। আমাদের সেখানে যাওয়ার কথা, বিশ্বকাপ নিয়ে ফিরে এসে বরং স্পষ্ট বার্তা দাও, আমরা যেকোনো জায়গায় গিয়ে জয় ছিনিয়ে আনতে পারি।’ ৪৩ বর্ষী সাবেক অলরাউন্ডারের মত এমন।

এর আগে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এশিয়া কাপের হাইব্রিড মডেল প্রসঙ্গে বলেছিলেন, ‘ভারত এখন যদি নিরপেক্ষ ভেন্যু পেতে চায় এবং হাইব্রিড মডেল গ্রহণ করে, তাহলে আমরাও বিশ্বকাপে হাইব্রিড মডেল ব্যবহার করব। পাকিস্তান বিশ্বকাপে নিজেদের ম্যাচগুলো ঢাকা বা অন্য যেকোনো ভেন্যুতে খেলতে পারে। একই মডেল চ্যাম্পিয়ন্স ট্রফিতেও চলবে। ব্যাপারটা খুবই সহজ। পাকিস্তানে খেলতে ভারত রাজি হলে আমরাও বিশ্বকাপ খেলতে ওদের দেশে যাবো না।’

২০২৩ সালের ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপ হওয়ার কথা আছে পাকিস্তানে। এশিয়ার ১৬তম আসরের শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর সূচি সেপ্টেম্বরে। ১৩তম বিশ্বকাপ হবে অক্টোবরে, ভারতে।