এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসিকে পরিষ্কার জানিয়ে দিয়েছে বিসিবি। রোববার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে মেইল পাঠায় ক্রিকেট বোর্ড। বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো এক প্রতিবেদনে দাবি করে, বিসিবিকে কঠিন আল্টিমেটাম দিয়েছে আইসিসি, বলেছে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, নয়ত পয়েন্ট হারাতে হবে। তবে এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে বিসিবি।
বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির প্রতিক্রিয়া ও আল্টিমেটামের খবরটি ভিত্তিহীন জানিয়েছে বিসিবি।
ক্রিকইনফো দাবি করেছিল, ‘আইসিসি ও বিসিবির মধ্যে মঙ্গলবার একটি অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছে সংস্থা দুটি। আইসিসি স্পষ্ট করে বিসিবিকে জানিয়ে দিয়েছে- বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্যকোথাও সরিয়ে নেয়া তাদের পক্ষে সম্ভব নয়। বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। না গেলে পয়েন্ট হারানোর ঝুঁকি থাকবে।’
এমন খবর ভিত্তিহীন বলেছে বিসিবি, ‘গণমাধ্যমে প্রচার করা হচ্ছে যে, টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে বিসিবিকে ‘আল্টিমেটাম’ দেয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে যে, এই ধরনের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং বানোয়াট। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সাথে এই সংবাদের কোন মিল নেই।’
নিরাপত্তা ইস্যুতে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে আইসিসি। বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণ এবং নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তারা।
বিসিবি জানিয়েছে, টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবির পাঠানো মেইলের জবাব দিয়েছে আইসিসি। টুর্নামেন্টে বাংলাদেশ দলের পূর্ণ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং বিসিবির উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে বোর্ডের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী সংস্থাটি। পাশাপাশি বিশ্বকাপে নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের সময় বিসিবির পরামর্শ ও মতামতকে স্বাগত জানানোর নিশ্চয়তা দিয়েছে।
সামনে কী পদক্ষেপ নেবে সেটিও জানিয়েছে বিসিবি, ‘বাংলাদেশ দল যেন সফলভাবে এবং নির্বিঘ্নে টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণ করতে পারে, সেজন্য আইসিসি এবং সংশ্লিষ্ট ইভেন্ট কর্তৃপক্ষের সাথে পেশাদার ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে বিসিবি। একটি বাস্তবসম্মত ও বন্ধুত্বপূর্ণ সমাধানের লক্ষ্যে বিসিবি সহযোগিতামূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে থাকা বাংলাদেশের গ্রুপপর্বের প্রথম তিন ম্যাচ কলকাতায় এবং শেষ ম্যাচ মুম্বাইয়ে গড়ানোর কথা। সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে আসর শুরু করবে বাংলাদেশ। ৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ এবং ১৪ ফেব্রুয়ারি খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ ফেব্রুয়ারি শেষ ম্যাচে মুখোমুখি হবে নেপালের।
নিরাপত্তার দোহাই দিয়ে মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের চাপে স্কোয়াড থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টাইগার পেসারের আইপিএল থেকে বাদ পড়ার প্রতিক্রিয়ায় বিসিবি জানায়, নিরাপত্তাজনিত কারণে ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ দল।








