চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড ইব্রাহিমোভিচের

১৯৯৯ সালে ক্যারিয়ারের প্রথম গোল করেছিলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। বছর তিনেক আগে গড়েছিলেন ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে চার দশকে গোল করার রেকর্ড। এবার সিরিএ তে সবচেয়ে বেশি বয়সে গোল করার অনন্য রেকর্ড গড়লেন সুইডিশ তারকা।

চোটের কারণে পুরো মৌসুমে মাত্র চার ম্যাচ মাঠে নামতে পেরেছেন এসি মিলান তারকা। শনিবার উদিনেসের বিপক্ষে নেমে গোল করেছেন তিনি। এই গোলে ভেঙ্গে দিয়েছেন এসি মিলানের সাবেক তারকা ডিফেন্ডার আলেসান্দ্রো কস্তাকুর্তার রেকর্ড। গোল করার সময় তার বয়স ৪১ বছর ১৬৬ দিন। যদিও ম্যাচে ৩-১ গোলে হেরেছে মিলান।

এরআগে, সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড ছিলো ইতালির সাবেক তারকা আলেসান্দ্রে কস্তাকুর্তা। ২০০৭ সালে অবসর নেওয়ার আগে যখন গোল করেছিলেন তখন তার বয়স ছিলো ৪১ বছর ২৫ দিন। ১৬ বছর পর তাকে সরিয়ে রেকর্ডে নিজের করে নিলেন সুইডিশ তারকা।

সিরিএ তে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডে তিনে আছেন ইতালির সাবেক ফরোয়ার্ড সিলভিও পিয়েলা। ইতালির সাবেক সেন্টারব্যাক পিয়েত্রো ভিয়েরজোদ আছেন চারে। পাঁচে আছেন ইতালির সাবেক ফরোয়ার্ড ফ্রান্সিস্কো টট্টি।