চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নিজেকে নিজেই বিয়ে, ২৪ ঘণ্টা পরেই বিচ্ছেদ চাইলেন তরুণী

নিজেকে বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে বিচ্ছেদ চাইলেন সোফি মাউরি নামের এক আর্জেন্টাইন তরুণী। সামাজিক মাধ্যমের ইনফ্লুয়েন্সার সোফির এই কাণ্ড এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

৩৫ বছর বয়সী সোফি মাউরি নিজেকে বিয়ে করে নিজের সঙ্গে মাত্র একদিন কাটানোর পরেই বিচ্ছেদের ঘোষণা দিলেন।

ফেব্রুয়ারিতে বিয়ের ঘোষণা দেন সোফি। সাথে বিয়ের সাজে ইনস্টাগ্রাম ও টুইটারে নিজের ছবি পোস্ট করেন। সেখানে তাকে স্বর্ণের টায়রা ও সাদা পোশাকে দেখা যায়।

টুইটার ও ইনস্টাগ্রামে ৫ লক্ষের বেশি ফলোয়ার আছে সোফি মাউরির। জানিয়েছেন বিয়েতে তিনি নিজের জন্য নিজেই পোশাক কিনেছেন এবং নিজেই একটি কেক বানিয়েছেন বিশেষ দিনটি উদযাপনের জন্য।

২০ ফেব্রুয়ারি বিয়ের ঘোষণা দেয়ার এক দিন পরে ২১ ফেব্রুয়ারি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি এবং সামাজিক মাধ্যমেও সেটা জানিয়ে দেন। তিনি লিখেছেন, ‘নিজেকে বিয়ে করার একদিন হলো এবং আমার এখনই আর ভালো লাগছে না। বিচ্ছেদের কথা ভাবছি।’

সোফির এমন কাণ্ডে তার ফলোয়াররাও রসিকতা করার সুযোগ ছাড়েননি। বিয়ের খবরে কেউ কেউ সমর্থন দিলেও বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়ার ঘোষণায় অনেকেই বলেছেন, ‘পরিণতি এমনটাই হবে তা জানা ছিল!’

তবে নেটিজেনদের বেশিরভাগই মনে করছেন, নিজেকে নিজে বিয়ে করা ও বিচ্ছেদের বিষয়টি সোফি অধিক প্রচারণার কৌশল হিসেবে বেছে নিয়েছেন! অবশ্য এমন ঘটনার পর সত্যি সত্যিই শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, সোফি এখন বিশ্ব মিডিয়াতেও স্থান করে নিয়েছেন!

সূত্র: ডেইলি মেইল

Labaid
BSH
Bellow Post-Green View