
ভারতের ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় হতাহতে গভীর শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার খবরে আমি মর্মাহত।
এনডিটিভি’র প্রতিবেদনে বলা হয়, শনিবার এক বিবৃতিতে ভারতের প্রতি সমবেদনা জানিয়ে বাইডেন একথা বলেন।
বিবৃতিতে বাইডেন আরও বলেন, আমার স্ত্রী জিল এবং আমি ভারতে প্রাণঘাতী এই ট্রেন দুর্ঘটনার মর্মান্তিক খবরে মর্মাহত। যারা নিজেদের প্রিয়জন হারিয়েছেন এবং যারা এই দুর্ঘটনায় আহত হয়েছেন তারা যেন দ্রুত সেরে ওঠেন।
ভারতের ওড়িশায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা গত তিন দশকে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা। তিনটি ট্রেন একসাথে ধাক্কা লেগে প্রাণ কেড়ে নিয়েছে প্রায় ২৯৫ জনের এবং ১ হাজার ১০০ জনেরও বেশি আহত হয়েছে।