আমি বাংলাদেশ আসছি: এমিলিয়ানো মার্তিনেজ
মহাকাব্যিক বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্তিনেজ আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের প্রাণঢালা ভালোবাসার প্রতিদান জানাতেই এবার আসছেন বাংলাদেশে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ে বাংলাদেশে পা রাখবেন কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসজয়ী এই মহাতারকা। মার্টিনেজকে কলকাতা আমন্ত্রণ জানাতে যোগাযোগ করেন ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ফিরতি উত্তরে মার্তিনেজ জানান, তিনি আসবেন। তবে কেবল কলকাতাতেই নয়, সবার আগে আসবেন আর্জেন্টিনার ফুটবল পাগল দেশ বাংলাদেশে।