চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী নন্দিনীকে হত্যার দায়ে স্বামী মামুন মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।

আজ দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মুহাম্মদ হাবিবুল্লাহ আসামির অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, সদর উপজেলার দানাপাটুলির গাগলাইল এলাকার মতি মিয়ার ছেলে মামুন মিয়ার সাথে একই উপজেলার তারাপাশা এলাকার মিনার আলম খানের মেয়ে নন্দিনী প্রেমের সর্ম্পকে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুক দাবি করলে যৌতুক দিতে অস্বীকৃতি জানায় নন্দিনী। এরপর বিভিন্ন সময় অত্যাচার নির্যাতনের এক পর্যায়ে ২০১৩ সালের ২০ এপ্রিল তারাপাশা এলাকার ভাড়া বাসায় শরীরে কেরোসিন দিয়ে নন্দিনীকে পুড়িয়ে হত্যা করে মামুন।

এ ঘটনায় নন্দিনীর বাবা মিনার আলম খান বাদী হয়ে স্বামী মামুনকে একমাত্র আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ে করেন।