রিদুয়ান ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল।
বুধবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে শিক্ষকরা এ মানববন্ধন করেন তারা। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিদাতা বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনটি সঞ্চালনা করেন নীলদলের প্রচার সম্পাদক কাজী ফারুক হোসেন।
এ সময় বক্তারা বলেন, যারা বাংলার রাজনীতিকে সন্ত্রাসবাদ কায়েম করতে চাইবে তার প্রতিটি পদক্ষেপে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল আপোষহীন। হত্যার হুমকিদাতা ও এর পিছনে মদদদাতা ব্যক্তিকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন জবি নীলদল।
মানববন্ধনে অধ্যাপক ড. মো. আব্দুস সালাম বলেন, আওয়ামী লীগ নেত্রীর নির্দেশ এ উন্নয়নের ধারপ্রান্তে পৌঁছেছে। ১৯ তারিখ রাজশাহী যে ঘটনা ঘটেছে যদি আমরা এর প্রশ্রয় দেয় তাহলে বাংলাদেশের যে উন্নয়ন কর্মকাণ্ডের ব্যহত হবে। সেই বক্তব্যকে নিন্দা জ্ঞাপন করে এবং তাদের দ্রুত আইনের আওতায় আনার অনুরোধ জানাই। অনতিবিলম্বে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।

নীলদলের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। জননেত্রী শেখ হাসিনার হাতধরে আমাদের দেশ রুপান্তরিত হবে স্মার্ট বাংলাদেশে। এ ঘটনার পিছনে যারা রয়েছে আইনের আওতায় নিয়ে আসতে হবে বিচার করতে। বাংলাদেশকে কোনভাবে পিছিয়ে নেয়া যেতে হবে না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ কে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ড. পরিমল বালা বলেন, ‘তারা বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করতে চায় না, মূলত বাংলাদেশের মানুষের স্বপ্নকে হত্যা করতে চায়। আমরা এটি বাস্তবায়িত হতে দেব না।’
নীলদলের কার্যনির্বাহী সদস্য ড. মো. জাকারিয়া মিয়া বলেন, খুনের ধারক বাহক যারা তারাই প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রীর উপর কোন হামলা হলে আমরা আমাদের জীবন দিয়ে তাকে রক্ষা করার চেষ্টা করব। প্রকাশ্যে জনসভায় তাকে হত্যার হুমকি দেয়া বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। এ ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তার জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
অধ্যাপক ড. মো. আশরাফ-উল-আলম বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে ঠিক তখনই আন্দোলনের নামে আইনশৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে। তারই অংশ হিসেবে রাজনৈতিক জনসভায় প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি করেছে। আমরা এর তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি। আজকের এই মানববন্ধন কর্মসূচি থেকে বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
মানববন্ধনে নীলদলের সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ বলেন, প্রধানমন্ত্রীকে হুমকিদাতা আবু সাইদ চাঁদ কোন আলাদা ব্যক্তি নয় সে বিএনপির সন্ত্রাসী কার্যকলাপের একটা অংশ। ১৫ ও ২১ আগস্টের সাম্প্রদায়িক শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী গোষ্ঠী আবারও সক্রিয় হয়েছে। এরা জনগণ সর্বোপরি দেশের শত্রু। এদেরকে কঠোর হস্তে দমন করে দেশকে আগাছা মুক্ত করতে হবে।
গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেছিলেন, ‘আর ২৭ দফা ১০ দফা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতে যা যা করার দরকার আমরা তা করবো।’
বিএনপি নেতার এ বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো। এরই মধ্যে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় এন্টি টেরোরিজম অ্যাক্ট ২০২০ এর আওতায় একটি মামলা রুজু করা হয়েছে।