চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবিতে শাহবাগে মানববন্ধন

প্রথম আলোর সাংবাদিক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তি এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভে, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি জানান তারা।

‘সাংবাদিকতা কোন অপরাধ নয়’, ‘ফ্রি শামস’ এমন বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে মত প্রকাশের অধিকার চেয়ে নানা দাবি জানায় বিক্ষোভকারীরা।

অন্যদিকে শাহবাগে শামসুজ্জামান শামসের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ চলাকালীন প্রথম আলো সম্পাদকের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে পাল্টা বিক্ষোভ করে ছাত্রলীগ।

মধ্যরাতে সাভারের বাসা থেকে আটকের ৩০ ঘণ্টা পর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করে কারাগারে রাখায় এ নিয়ে আলোচনা-সমালোঅচনা এখন তুঙ্গে।

২৬ মার্চ প্রথম আলো অনলাইনের একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় দিনমজুর জাকির হোসেনের উদ্ধৃতি দিয়ে একটি ‘কার্ড’ তৈরি করা হয়। সেখানে উদ্ধৃতিদাতা হিসেবে দিনমজুর জাকির হোসেনের নাম থাকলেও ভুল করে ছবি দেওয়া হয় একটি শিশুর। পোস্ট দেওয়ার ১৭ মিনিটের মাথায় প্রথম আলো কর্তৃপক্ষের অসংগতি নজরে আসে এবং দ্রুত তা প্রত্যাহার করা হয়।

পাশাপাশি প্রতিবেদন সংশোধন করে সংশোধনীর বিষয়টি উল্লেখসহ পরে আবার অনলাইনে প্রকাশ করা হয়। প্রতিবেদনের কোথাও বলা হয়নি যে উক্তিটি ওই শিশুর; বরং স্পষ্টভাবেই বলা হয়েছে, উক্তিটি দিনমজুর জাকির হোসেনের।

Labaid
BSH
Bellow Post-Green View