কেবল টলিউড নয়, বলিউডও এবার গর্জে উঠল কলকাতার আরজি কর হাসপাতালের কাণ্ড নিয়ে। প্রতিবাদে সরব হলেন কারিনা কাপুর, হৃতিক রোশন, সুহানা খান সহ আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানা সহ আরো অনেক বলিউড তারকাই।
১৪ আগস্ট যখন বাংলার বিভিন্ন প্রান্ত সহ গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ হিসেবে পথে নামলেন নাগরিকরা, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় নিজেদের ক্ষোভ উগরে দিলেন বলিউড তারকারা।
এদিন কারিনা কাপুর খান তার একটি পোস্টে লেখেন, ‘১২ বছর সেই একই ঘটনা, সেই একই প্রতিবাদ। কিন্তু তাও আমরা বদলের অপেক্ষা করছি।’
হৃতিক রোশান তার মনের রাগ, ক্ষোভ, বক্তব্যকে টুইটার অর্থাৎ (এক্স) এ উগরে দিয়ে লেখেন, ‘সমাজ হিসেবে আমাদের এবার বদলাতে হবে যাতে সবাই সেখানে নিরাপদ অনুভব করেন। কিন্তু এতে বহু সময় লেগে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েদের সঠিক ভাবে মানুষ করলেই আশা করছি এই বদল আসবে। আগামী প্রজন্ম ভালো হবে অনেক। আমরা ঠিক পারব। কিন্তু এখন আপাতত এই ঘটনার দ্রুত বিচার চাই। আর সেই শাস্তি এতটাই কঠিন এবং দৃষ্টান্তমূলক হতে হবে যাতে অপরাধীরা আর এই কাজ করার কথা না ভাবে। এটাই চাই। আমি নির্যাতিতার পরিবারের পাশে রইলাম, ওদের মেয়ের ন্যায় বিচার চাই আমি।’
নারী নিরাপত্তার দাবিতে বাংলার আন্দোলনে শামিল হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। বিবিসি নিউজ-এর তরফেও আর জি কর ইস্যু কভার করা হয়েছে। সেই প্রতিবেদনের ছবি শেয়ার করে মন খারাপের কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া। ‘দেশি গার্ল’-এর শেয়ার করা ছবিতে জ্বলজ্বল করছে কলকাতার রাত দখলের প্রতিবাদী মুখেরা।
কেবল বড়রা নন। তরুণ প্রজন্মের অভিনেতা, ইনফ্লুয়েন্সাররাও প্রতিবাদ করেছেন। এদিন সুহানা খান, নব্যা নভেলি নন্দার লেখা একটি পোস্ট শেয়ার করে আরজি কর কাণ্ডের প্রতিবাদ জানান। তাদের দাবি স্কুল, কলেজ এবং চাকরিস্থলে মহিলাদের নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে তারা আরজি কর কাণ্ডের নির্যাতিতা যেন সঠিক বিচার পান সেই দাবিও তুলেছেন।
অন্যদিকে আলিয়া ভাট লেখেন, ‘আরও একটা ধর্ষণ, বুঝলাম মেয়েরা কোথাও সুরক্ষিত নয়। এক দশক আগে নির্ভয়া কাণ্ড নাড়া দিয়ে গিয়েছিল। আবার একই ঘটনা, কিছুই বদলায়নি। আমরা কীভাবে আমাদের কর্মস্থলে যাব? এই চিন্তাই যেন কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে। এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল মহিলাদের সুরক্ষা আসলে তাদের নিজেদের হাতেই তুলে নিতে হবে।’
গেল সপ্তাহে কলকাতার শহরের অন্যতম ব্যস্ততম হাসপাতাল আর জি কর থেকে উদ্ধার হয়েছিল এক নারী চিকিৎসকের মরদেহ। নৃশংস সেই খুনের ঘটনার প্রতিবাদেই উতপ্ত এখন পুরো ভারত।








