চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

চেনা যায় কি ছবির এই দুই তারকাকে?

সোশ্যাল হ্যান্ডেলে প্রায় সময়ই ভাইরাল হতে দেখা যায় বলিউড তারকাদের ছোটবেলার ছবি। তবে জানেন কি বলিউডের দুই তারকা হৃতিক রোশান এবং জন আব্রাহাম স্কুল সহপাঠী ছিলেন?

মূলত তারা দুজনই মুম্বাই স্কটিশ স্কুলে পড়তেন। সেই সূত্রেই তারা ছিলেন সহপাঠী। সম্প্রতি তাদের সেই স্কুল জীবনেরই একটি ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

Bkash July

অনেকেই জানেন না যে জন এবং হৃতিক সহপাঠী ছিলেন। তারা একই স্কুলে, একই ক্লাসে পড়তেন। রেডইটে তাদের স্কুলে পড়ার সময়ের একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে তাদের ক্লাসের একটি ছবি দেখা যাচ্ছে। দুজনের পরনেই রয়েছে স্কুলের পোশাক। তাদের এই ছবি পোস্ট করে এক ব্যক্তি লেখেন, ‘তবে কি জিম আর কবীর একে অন্যকে বহুদিন ধরেই চেনেন!’

মূলত যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের আরেকটি ছবি হল ‘ওয়ার’। সেখানে কবীরের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক। আর সদ্য মুক্তি পাওয়া ‘পাঠান’ এ খলনায়কের ভূমিকায় দেখা গেছে জনকে। তার চরিত্রের নাম জিম। ফলে দুটোকে মিলিয়ে একটা যোগসূত্র খুঁজে বের করেছেন নেটিজেনরা।

Reneta June

এক ব্যক্তি এই ছবি পোস্ট করে লেখেন, ‘তবে তারা এই ছবিটিকে তাদের স্পাই ইউনিভার্সে ব্যবহার করে দেখাতে পারেন যে তাদের আলাপ দীর্ঘদিনের!’

এদিকে ‘পাঠান’ ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন জন আব্রাহাম। দর্শক থেকে সমালোচক সকলের থেকেই এই ছবি দারুণ সাড়া পেয়েছে। ছবিতে তার এবং শাহরুখের ধুন্ধুমার যুদ্ধের দৃশ্য দর্শকরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন। কখনও টেনশনে দাঁত দিয়ে তাদের নখ কাটতেও দেখা যাচ্ছে। ফলে সবটা মিলিয়েই এখন এই অভিনেতা তাঁর নতুন ছবি নিয়ে ব্যাপক ব্যস্ত।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

ISCREEN
BSH
Bellow Post-Green View