চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাসাবাড়ি থেকে আরশোলা দূর করবেন যেভাবে

KSRM

প্রায়ই মাঝরাতে ঘুম থেকে উঠে রান্নাঘরে পানি পান করতে গেলে দেখা যায় আরশোলারা দলবল নিয়ে হাঁটাচলা করছে। দেখলেই কেমন গা শিউরে উঠে। শুধু রান্নাঘর না- ঘরের ভিতর, বাথরুমসহ সারা বাড়িতে আরশোলা দেখা যায়। আর বৃষ্টির সময় এই আরশোলার সাথে অন্যান্য পোকামাকড়ও ঘর বাঁধে বাসায়।

কিন্তু সমস্যা হলো এই আরশোলা এবং নানা রকম পোকামাকড়ের ঠেলায় সেখানে খাবার জিনিস খুলে রাখাই দায়। ঝুড়িতে রাখা আলু, প্যাকেটে রাখা পাউরুটি সবই অর্ধেকটা করে খেয়ে রেখে দিচ্ছে। রেখা টেনেও কোনও লাভ হচ্ছে না। আর কোনও উপায় আছে কি?

Bkash July

ঘর থেকে আরশোলা দূর করতে যা করবেন

১) পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে
হেঁশেল থেকে আরশোলা এবং বিভিন্ন পোকামাকড়ের অত্যাচার প্রতিরোধ করতে গেলে প্রথমেই পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। খাবারের উচ্ছিষ্ট, খাবারসহ প্যাকেটের মুখ খুলে রেখে দেয়া, খাবার নিতে গিয়ে মেঝেতে ছড়িয়ে রেখে দিলে কিন্তু আরশোলাদের আটকানো যাবে না।

Reneta June

২) ঢোকার মুখ বন্ধ করতে হবে
যে যে জায়গা দিয়ে পোকামাকড় ঢুকতে পারে, সেই সমস্ত প্রবেশপথ বন্ধ করে দিতে হবে। নিয়মিত পরিষ্কার রাখতে হবে হেঁশেলের সঙ্গে যুক্ত সমস্ত নালিমুখ।

৩) প্রাকৃতিক রেপেলেন্টস
আরশোলা উপদ্রব কমাতে প্রাকৃতিক রেপেলেন্ট ব্যবহার করতে পারেন। পানির সাথে পিপারমেন্ট অয়েল মিশিয়ে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন স্প্রে। রান্নাঘরের প্রতিটি কোণে ছড়িয়ে রাখলে এই তেলের গন্ধে আরশোলা ধারেকাছে আসতে সাহস পাবে না।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View