গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে টানা রোদে দাঁড়িয়ে কাজ করতে হয় ট্রাফিক পুলিশদের। তাদের এই কষ্টের কথা চিন্তা করেই এসি হেলমেট উদ্ভাবন করেছেন ভারতের একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী।
টাইমস এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ভারতের গুজরাটের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম) এর একজন শিক্ষার্থীর এই বিশেষ হেলমেট উদ্ভাবন করেছেন। ইতিমধ্যেই দেশটির ভাদোদরা অঞ্চলে দিনের ডিউটিতে থাকা প্রায় ৪৫০ ট্রাফিক পুলিশকে দেওয়া হয়েছে বিশেষ এই হেলমেট।

এই হেলমেটটি হল একটি বিশেষ ব্যাটারি চালিত হেলমেট যা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। সূর্যের প্রখর রোদ থেকে আরাম দেয়। এই হেলমেট পরার পর মাথা ঠাণ্ডাও থাকে। তাই এই হেলমেট মাথায় পরে ভাদোদরার শত শত ট্রাফিক পুলিশ বেশ স্বস্তিতে কাজ করছেন।
গ্রীষ্মপ্রধান দেশগুলোতে তীব্র গরমের দিনে অনেক ট্রাফিক পুলিশকে ডিউটি করতে গিয়ে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়। যার কারণে অনেক সময়ই তাদের জীবন বিপজ্জনক হয়ে ওঠে।








