গেল সপ্তাহে প্রকাশ পেল রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: দ্য ইনট্রোডাকশন’ এর প্রথম ঝলক। নিতেশ তিওয়ারি পরিচালিত এই চলচ্চিত্রটি দুটি পর্বে মুক্তি পাবে—প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে।
প্রথম ঝলক প্রকাশের পর সিনেমাটি নিয়ে হচ্ছে তুমুল আলোচনা। কেননা, দুই পর্বের এই ‘রামায়াণ’ নির্মাণে বাজেট ধরা হয়েছে ১৬০০ কোটি রুপি! যা ভারতীয় সিনেমায় রেকর্ড!
শোনা যাচ্ছে, ব্যয়বহুল এই সিনেমার জন্য রণবীর কাপুর নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় পারিশ্রমিক নিচ্ছেন! দুই পর্বের মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ রণবীরকে দেখা গেছে ‘রাম’ চরিত্রে। আর এই চরিত্রের জন্য কতো পারিশ্রমিক নিচ্ছেন রণবীর, সেটা জানতেও মুখিয়ে আছেন ভক্ত অনুরাগীরা।
ট্রেড রিপোর্ট অনুযায়ী, রণবীর প্রতি পর্বের জন্য পারিশ্রমিক পাচ্ছেন প্রায় ৭০–৭৫ কোটি টাকা! দুই পর্ব মিলিয়ে যার মোট পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা! এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ পারিশ্রমিক, যা এই প্রকল্পে তার গুরুত্ব ও ছবিটির উচ্চ প্রত্যাশা স্পষ্ট করে।
‘রামায়ণ’ সিনেমায় একঝাঁক তারকা অভিনয় করছেন। সানি দেওলকে দেখা যাবে হনুমান চরিত্রে এবং রবি দুবেকে লক্ষ্মণ রূপে। এই চলচ্চিত্রে ভারতের শীর্ষস্থানীয় অভিনয়শিল্পীদের একত্রিত করে নির্মাতারা এক দুর্দান্ত সংমিশ্রণের প্রতিশ্রুতি দিচ্ছেন।
ছবিটির সংগীত রচনায় একসঙ্গে কাজ করছেন বিশ্বখ্যাত দুই সুরকার—হলিউডের হান্স জিমার এবং ভারতের এ আর রহমান। এই অভূতপূর্ব সহযোগিতার ফলে শ্রোতারা পাবেন অনন্য এক শ্রুতিমধুর অভিজ্ঞতা।
অ্যাকশন দৃশ্য পরিচালনায় থাকছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরিওগ্রাফার টেরি নোটারি ও গাই নরিস। চলচ্চিত্রটির ভিজ্যুয়াল ইফেক্টের দায়িত্বে রয়েছে আটবারের অস্কারজয়ী প্রতিষ্ঠান ডিএনইজি। ফলে দর্শকদের জন্য অপেক্ষা করছে নজরকাড়া চিত্রজগত।
এই বিশাল বাজেটের সিনেমাটি প্রযোজনা করছেন নমিত মালহোত্রা, সহ-প্রযোজক হিসেবে আছেন অভিনেতা যশ। প্রযোজনা প্রতিষ্ঠান—প্রাইম ফোকাস স্টুডিওস এবং মনস্টার মাইন্ড ক্রিয়েশনস। –ইন্ডিয়া টুডে








