বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড আয়োজিত দেশের অন্যতম জনপ্রিয় ফুটবল টুর্নামেন্ট ‘হোন্ডা ফুটসাল লীগ-সিজন ২’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা স্পোর্টস সিটির বিএসসি ফুটসাল গ্রাউন্ডে দিনব্যাপী এই জমজমাট টুর্নামেন্ট আয়োজন করা হয়। এতে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর সম্মানিত ডিলারদের মোট ৩২টি দল অংশগ্রহণ করে।
আয়োজকরা জানান, ‘হোন্ডা ফুটসাল লীগ’ কেবল একটি এককালীন ক্রীড়া আয়োজন নয়; বরং বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতি ও ফুটবল উন্নয়নে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর একটি চলমান ও সুদূরপ্রসারী উদ্যোগ। এর আগেও সফলভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে আয়োজন অব্যাহত রেখে দেশের তরুণদের আন্তর্জাতিক মানের ফুটবলের সঙ্গে পরিচিত করে তোলাই এর মূল লক্ষ্য।
এবারের আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর সম্মানিত ডিলার সরদার হোন্ডা সেন্টার, নওগাঁ-এর দল সর্দার কিংস ইলেভেন। টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী, প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, ফুটবলপ্রেমী দর্শক ও হোন্ডা সমর্থকরা।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের ফুটবলের পুনর্জাগরণে অনুপ্রাণিত হয়ে তারা এমন ধারাবাহিক ক্রীড়া উদ্যোগ গ্রহণ করেছে। এসব আয়োজন ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
প্রতিষ্ঠানটি আরও জানায়, তাদের লক্ষ্য শুধু একটি সফল টুর্নামেন্ট আয়োজন নয়; বরং দীর্ঘমেয়াদে দেশের তরুণদের খেলাধুলা, বিশেষ করে ফুটবলের সঙ্গে যুক্ত রাখা এবং একটি সুস্থ, সক্রিয় ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড ভবিষ্যতেও আকর্ষণীয় পণ্য ও সেবা প্রদানের পাশাপাশি ক্রীড়া ও যুব উন্নয়নে দীর্ঘমেয়াদি অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।







