চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দলের ভাবনায় হ্যাটট্রিকের লোভ সামলেছেন তাসকিন

হোবার্ট থেকে: ইনিংসের প্রথম দুই বলে উইকেট। হ্যাটট্রিকের চিন্তাই মাথায় আসবে সবার আগে। তবে তাসকিন আহমেদের ভাবনায় ছিল রান আটকানো। আগের দুই বলে লেংথ থেকে সুইংয়ের চেষ্টা থাকলেও তৃতীয় বলটা ছোড়েন শুধু লেংথে। হ্যাটট্রিকের লোভে এলোমেলো করতে চাননি বোলিং মেথড।

টাইগার পেস আক্রমণে বর্তমানে সবচেয়ে অভিজ্ঞ বোলার তাসকিন। দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন বেলেরিভ ওভালে নেদারল্যান্ডসের বিপক্ষে। হ্যাটট্রিকের দিকে প্রলুব্ধ হয়ে চাননি গড়বড় করতে।

‘আমার ভাবনা বেসিকই ছিল। লেংথ থেকে সুইং করানোর চেষ্টা করেছি। থার্ড বলটা জাস্ট লেংথেই করেছিলাম। বেশি গ্রিডি হইনি। উপরে করতে গিয়ে একটা চার হয়ে গেলে দলের ক্ষতি হত। আমি জাস্ট ডিসিপ্লিন বেসিকে ছিলাম।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভ অভিযানে বাংলাদেশের শুরুটা হয়েছে জয়ে। ৪ ওভারে ২৫ রানে ৪ উইকেট নিয়ে সেরা খেলোয়াড় তিনিই। নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯ রানের জয় বাংলাদেশকে দেখাচ্ছে আশার আলো। হারের বৃত্ত থেকে বের হওয়ার উপলক্ষ ভালোভাবেই কাজে লাগিয়েছে সাকিব আল হাসানের দল।

যদিও ১৪৪ রানের পুঁজি যথেষ্ট ছিল না জয়ের জন্য। কাজটা সহজ হয়েছে নতুন বলে তাসকিন জ্বলে ওঠায়। পুরনো বলে হাসান মাহমুদ গুরুত্বপূর্ণ সময়ে দুটি উইকেট নিয়ে ভূমিকা রেখেছেন। উইকেট না পেলেও মোস্তাফিজুর রহমানের কিপটে বোলিং সহায়ক ছিল জয় পেতে।