ইলিশের চড়া দাম আর সরবরাহ কম থাকায় সঙ্কটে অনলাইন ইলিশ ব্যবসায়িরা

ইলিশের চড়া দাম আর সরবরাহ কম থাকায় সঙ্কটে পড়েছেন অনলাইন ইলিশ ব্যবসায়িরা। অন্যান্য বছর ইলিশের পর্যাপ্ত সরবরাহ ও দাম নাগালের মধ্যে থাকলেও এ বছর খুব একটা লাভ করতে পারছেন না তারা। ডিজিটাল ব্যবসায়িরা বলছেন, দামের কারণে এবার গ্রাহকও কম।