ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বাড়িতে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তবে হামলার সময় নেতানিয়াহু ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। হামলার বিষয়টি নিশ্চিত করে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। লেবাননে ইসরাইলি হামলায় ৬০ হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে আইডিএফ। এছাড়াও হিজবুল্লাহ’র আঞ্চলিক কমান্ড সেন্টার ধ্বংস করাও হয়েছে।







