লেবাননের একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ডেপুটি কমান্ডারকে হত্যা করেছে। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, নাসের আবেদ আল আজিজ রশিদ ছিলেন হিজবুল্লাহর বিন্ত জেবেইল শাখার সামরিক বিভাগের একজন শীর্ষ কমান্ডার ছিলেন। পদবি ডেপুটি কমান্ডার হলেও হিজবুল্লাহর বিন্ত জেবেইল শাখার সামরিক বিভাগের মূল নেতৃত্বে ছিলেন তিনি। গত এক বছরে বিন্ত জেবেইল থেকে ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বেশ কিছু হামলা চালানো হয়েছে। সেসব হামলার নেতৃত্বে ছিলেন নাসের।
শনিবার নাসের আবেদ আল আজিজ রশিদ ব্যাতীত হিজবুল্লাহর আরো কোনো কমান্ডার বা যোদ্ধা নিহত হয়েছেন কিনা, সে সম্পর্কে বিবৃতিতে কিছু বলেনি আইডিএফ। তবে বিন্ত জেবেল এলাকায় কয়েকটি সামরিক স্থাপনা ও অস্ত্রাগার ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।






