চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইউক্রেনের বাস্তুহারাদের দেখে প্রিয়াঙ্কার চোখে জল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সংকটকালের শুরু থেকেই সরব ছিলেন হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তবে এবার শুধু সোশাল মিডিয়ার পোস্টেই আটকে থাকলেন না প্রিয়াঙ্কা। দেখা করলেন ইউক্রেনের অভিবাসী শিশুদের সঙ্গে।

পোল্যান্ডে গিয়ে শুনলেন তাদের সমস্যার কথা। শুধু তাই নয় সেখানকার নারীদের প্রিয়জন হারানো এবং বাস্তুহারাদের কথা শুনে কেঁদেও ফেলেন প্রিয়াঙ্কা। তবে এত কিছুর মাঝেও প্রিয় অভিনেত্রীকে দেখে খুশি হন সেখানকান সরণার্থীরা।

শুধু তাই নয় সেখানে গিয়ে শিশুদের হাতে তুলে দেওয়া ঘরে তৈরী পুতুল গুলোর নামকরণ করা হয় প্রিয়াঙ্কার নামেই। যা কিনা ওখানে থাকা শিশুরাই সিদ্ধান্ত নেন। এছাড়াও পোল্যান্ড সফরের এই ভিডিও ও শেয়ার করেন প্রিয়াঙ্কা।

এখানে এক মহিলার সঙ্গে কথা বলতে দেখা যায় প্রিয়াঙ্কাকে, যার স্বামী-পরিবার পোল্যান্ড অবধি এসে পৌঁছুতে পারেননি। তার আগেই যুদ্ধের গ্রাসে ছিন্নভিন্ন হয়ে গিয়েছেন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখছেন, ‘যুদ্ধের বেশির ভাগ ক্ষত অদৃশ্য। সেগুলো আমরা সাধারণত খবরে দেখতে পাই না। তবুও, ওয়ারসতে আমার ইউনিসেফ মিশনের প্রথম দিনের স্মৃতি এতটাই স্পষ্ট।’

প্রিয়াঙ্কা মূলত ইউনিসেফের শুভেচ্ছাদূত। সেই কাজেই তার পোল্যান্ড সফর। এর আগে একইভাবে এই তারকা বাংলাদেশে এসেছিলেন রোহিঙ্গা শিশুদের সঙ্গে দেখা করতে।- হিন্দুস্থান টাইমস