চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সেন্সরের চৌকাঠ পার হলো সুমনের ‘হাওয়া’

সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেল চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ অভিনীত এবং মেজবাউর রহমান সুমনের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘হাওয়া’।

নানা কারণে নির্মাণের শুরু থেকে চলচ্চিত্র প্রেমীদের নজর ‘হাওয়া’র দিকে। গত মাসে ‘হাওয়া’র ট্রেলার প্রকাশিত হয়। সম্পর্ক, প্রতিশোধ ও একদল পানিতে বসবাসকারী মানুষের গল্প নিয়ে তৈরি ‘হাওয়া’র ট্রেলার ব্যাপক প্রশংসা পায়। তারপর থেকে চলচ্চিত্র প্রেমীরা মুখিয়ে আছেন এ ছবিটি দেখার জন্য।

জানা যায়, গভীর সমুদ্রের একটি ট্রলারের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন নিয়ে ঘটনা নিয়ে ‘হাওয়া’ তৈরি হয়েছে। অন্যান্য চরিত্রে আরও অভিনয় করেন সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ।

নির্মাতা মেজবাউর রহমান সুমনের কাহিনি, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান ও সুমন নিজে। ছবিটির চিত্রগ্রাহক ‘মনপুরা’ খ্যাত কামরুল হাসান খসরু, সংগীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী। আর ছবিটি প্রযোজনা করেছে সান মিউজিক এন্ড মোশন পিকচার্স লি.।

হাওয়া প্রসঙ্গে অভিনেতা চঞ্চল চৌধুরী আগেই জানিয়েছেন, এই ছবির মাধ্যমে বাংলাদেশের সিনেমায় চমক দেখাতে চান। তিনি বলেছিলেন, ‘হাওয়া’ বাংলাদেশের সিনেমাকে বিশ্ব মানচিত্রে আর এক ধাপ এগিয়ে  নিয়ে যাবে।

২০১৯ সালে সেন্ট মার্টিনে শুটিং হয়েছিল হাওয়া’র। অভিনেত্রী নাজিফা তুষি বলেন, সমুদ্রের মধ্যে ৪৫ দিন অসাধ্য সাধন করার মতো কষ্ট করতে হয়েছে। অনেকটা মিলিটারি ট্রেনিংয়ের মধ্যে ছিলাম। এতো কষ্ট করেছি, আমরা মরেও যেতে পারতাম। যুদ্ধের মতো লাগছিল। সেখানে যে কোনো সময় মরে যাওয়ার চান্স থাকে, আমাদের অবস্থাও তেমন ছিল।

তিনি বলেন, যখন কোনো গল্প বা স্ক্রিপ্ট আসে যে কোনো আর্টিস্ট বুঝতে পারে কাজটা কেমন হতে পারে। পরিচালক ও তার টিমটা গুরুত্বপূর্ণ। সবকিছু যখন খাপ খায় তখন বোঝা যায় যে কাজটি কোয়ালিটি সম্পন্ন হবে। ‘হাওয়া’ এদিক থেকে একেবারে উপযুক্ত। আমি সবসময় বিশ্বাস করি, একটা ভালো টিম সবসময় একটা ভালো প্রোডাকশন তৈরি ও পরিবেশন করে থাকে।

নির্মাতা জানিয়েছেন, শিগগির সিনেমাটির মুক্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।